হতেও পারে সামু সবসময় গর্ব করে বলে "world largest bangla blog community" , সামুতে নাকি ৮৮০০০ এর মত ব্লগার আছে । তবে আমার মনে হয়না সামুতে সত্যিই ৮৮০০০ রেজিস্টার নিক আছে । সামুতে যারা নিয়মিত তাদের সংখ্যা হাতে গোনা যাবে , সেটা কখনোই এত বেশী হবেনা । কিন্তু একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে সামুতে কেউ যখন জাফর স্যারকে নিয়ে কোন ইস্যু খুজে পায় (হোক সেটা তার পারিবারিক ব্যাপার ) তখন কোথা থেকে জানি হাজার খানেক নিক জীবন্ত হয়ে ওঠে । ভাবতেও অবাক লাগে শুধু জাফর স্যারের বিরুদ্ধে নোংরা অপপ্রচার চালাতে এতগুলো নিক ব্লগিং করে। সামু যে ৮৮০০০ নিক নিয়ে গর্ব করে , জাফর স্যারকে কিন্তু সেজন্য সামুর ধন্যবাদ জানানো উচিত। তবে আমি ব্যাক্তিগতভাবে জাফর স্যারকে ধন্যবাদ জানাই এইকারনে যে, তাকে নিয়ে কুৎসা রটনা করে , তার বিরুদ্ধে অপপ্রচার করে এইদেশে বেশকিছু লোক অন্নসংস্থান করে । ভাগ্য ভালো এদেশে জাফর স্যার জন্মেছিলো , তা না হলে এরা কিভাবে বাচতো ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।