আমাদের কথা খুঁজে নিন

   

মহিলার চড় খেয়ে হাসপাতালে পুরুষ !

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মাজেদা বেগমের এক থাপ্পড়ে ওয়ার্ড কাউন্সিলর নুর আলম আহত হয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য ভর্তি হয়েছেন। ঈদ-উল-আযহা উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ ভিজিএফ-এর চাল বিতরণের সময় দু’জনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে এই ঘটনা ঘটে। বিষয়টি সুন্দরগঞ্জে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পৌর সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজ মাঠে বৃহস্পতিবার ভিজিএফ-এর চাল বিতরণ করার সময় নামের তালিকা নিয়ে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা বেগম ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাজেদা বেগম নূর আলমকে থাপ্পড় মারেন।

এতে নুর আলম আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাজেদা বেগম জানান, কাউন্সিলর নূর আলম তার হাত থেকে ভিজিএফের তালিকা জোরপূর্বক ছিনিয়ে নিলে তিনি তাকে থাপ্পড় মারেন। কিন্তু কাউন্সিলর নূর আলম জানান, কাউন্সিলর মাজেদাই তার হাত থেকে ভিজিএফের তালিকা কেড়ে নিয়ে থাপ্পড় মারেন। এ ব্যাপারে পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক জানান, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে।

সংবাদের সূত্র এই লিংকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.