থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। বেডি গো আর কুনু কাম নাই? র্যাব মামার লগে গেছে কুস্তি খেলাবার। কিন্তুক র্যাব মামারা সাহারা খালার আপনা লুক। বেডিগোরে ধইরা দিসে মাইর। অহনে হেই বেডি আর কি কর্বো? তারে তো র্যাব কইতাসে মাদক ব্যবসায়ী। লিমনের উপ্রে অত্যাচার করনের পরে র্যাবের কথা অহনে আর কুনু মামা-খালারা বিশ্বাস করে না। হেগোর বন্দুক থেইক্যা যত কম গুলি বাইর হয়, ততই ভালো। পুরো খবর এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।