Woods are lovely dark and deep And I have a promise to keep
অনেক কিছুই পারি না এখন
সত্যি বলছি
এখন অনেক কিছুই হয় না
একদা দৌড়ে যেতাম দিগন্ত রেখা বরাবর
অক্লেশে অনায়াসে
এখন রাজ্যের ক্লান্তি
এক সময় আকাশের তারাদের ভীড় সামলাতে
হিমশিম খেতাম রাতের অন্ধকারে
এখন আমার তারারা গুটিকয়েক মাত্র
সত্যি এখন আর অনেক কিছুই পারি না
অনেক কাল আগে মাটি তার গন্ধ বিলাতো
যখন তখন
এখন ঘ্রাণহীন নাসারন্ধ বিলাপ করে শুধু
মাইরি বলছি এখন আর হয় না
কোন এক কালে রমনীরা রমনীয় আলোয়
দোলা দিত যখন তখন
এখন আলো গুলো বড় নিষ্প্রভ আর করুণ
আসলেই এখন অনেক কিছুই হয় না আমার
আগে কাঁচা কবিতার ভারে নূয়ে পড়তাম যত্রতত্র
কবিতাও এখন বয়সের ভারে ঝরে গ্যাছে
সেও তো বহুদিন হলো
সত্যি বলছি অনেক কিছু হয় না এখন
অনেক কিছুই পারি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।