খুজে বেরাচ্ছি কিন্তু পাচ্ছিনা
সেদিন পুরান ডায়েরী উল্টাইতে গিয়ে প্রায় ৮ বছর আগে লিখা ১টা ছড়া পাইলাম ।
কেন জানি তখন কয়েকটা ছড়া লিখছিলাম । ছড়া তো না, শেষ অক্ষর মিলানো কিছু বাক্য আর কি ।
পড়ে খুব হাসলাম কতক্ষণ, আমার কাব্য-প্রতিভার করুণ দশা দেখে ।
আপনাদের সাথে share করলাম । কারণ, হাসি স্ব্যস্থের জন্য ভাল
ভি জি এফ কার্ড হাতে নিয়ে
লম্বা কিউ'র শেষে গিয়ে
যেই না দাঁড়ালাম
একটু আগালাম
অমনি ব্যাটা হাঁক বাড়িয়ে
বলল পিছে থাক দাঁড়িয়ে
লিস্টিতে নাই নাম
ভোদাই হাঁদারাম ।
খুব কি খারাপ লিখছিলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।