আমাদের কথা খুঁজে নিন

   

কিছুই না ...কিছুই না ... ...(পোষ্ট ঈষৎ আপডেটিত)

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

ইদানিং ব্লগটা আর খুব বেশী একটা টানে না, একটা সময় ছিল, সকালে এসেই অন্য কিছু করার আগে ব্লগ খুলতাম, আক্ষরিক অর্থেই ঝাপিয়ে পড়তাম ব্লগ এর উপর, অনেকের লেখাই পড়তাম, অনেক কমেন্ট করতাম। এমনও হয়েছে, লাঞ্চ না করে অই টাইম টা ব্লগে ঘোরাফেরা করেই কাটিয়ে দিয়েছি ... এখনও ব্লগে আসি অভ্যাসবশত, খুলেই আগে স্বজনপ্রীতি করি, যাদের আমি পছন্দ করি, যারা আমাকে পছন্দ করে, তাদের খুজি, তাদের লেখা খুজি। তারা কোথায় কোথায় কমেন্ট করলেন সেটা খুজি, আড্ডার একটা পরিবেশ খুজি তাদের সাথে, সবাইকে একসাথে পাই না, খুব একটা আড্ডাও হয়না। তার পরে প্রথম পাতায় যাদের লেখা থাকি সেগুলো দেখি, পড়ি খুব কম, পড়তে খুব আলস্য লাগে ...আমার ব্লগ জীবন মনে হয় বৃদ্ধ হয়ে এলো ... মাঝে মাঝে মন খারাপ হয়, তখন ব্লগে কিছু একটা লিখতে ইচ্ছে হয়, একটা চারলাইনের কবিতা, নিদেনপক্ষে রবী ঠাকুরের একটা গান, এখন কিছুই করতে ইচ্ছে করছে না, কিছুই না... কাল রাতে বার বার শুধু এই গানটাই মনে হচ্ছিল ... "...দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবন তৃষিত আকুল আখি ... জাগরনে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের ঘোরে যদি ধরা দেয়, বাধিব নয়ন পাশে ..." পোষ্ট ঈষৎ আপডেটিত হইবে ... যাদের যাদের ভাল্লাগেনা তাদের লিষ্টি করা হইতেসে, লিষ্টি করা শেষে মিষ্টি বিতরন করা হইবেক ... যাদের যাদের ভাল্লাগেনা তাদের লিষ্টি ঃ ১। সাঝু ২।

ক-খ-গ ৩। চাঙ্কু ৪। কাক ভুষুন্ডি ৫। তায়েফ আহমাদ ৬। অকাটমুর্খ ৭।

ঘাস ফুল ৮। শাওন৩৫০৪ ৯। কঁাকন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.