টেকনাফের ন্যাচার পার্কে বিরল প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সহকারী বন রক্ষক, রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা, স্থানীয় মেম্বার, উন্নয়নকর্মী, বনকর্মীদের উপস্থিতিতে বিরল প্রজাতির এ অজগরটি গভীর পাহাড়ে ছেড়ে দেয়া হয়। জানা গেছে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার পাহাড়ের পাদদেশে বিরল প্রজাতির একটি অজগর ছাগল শিকার করতে গিয়ে কাঠুরিয়াদের রোষানলে পড়ে যায়। খবর পেয়ে প্রকৃতিপ্রেমী বেলাল অজগরটি উদ্ধার করে মধ্যম হ্নীলার বিট কর্মকর্তা সফিউর রহমান সবুজকে খবর দেন। খবর পেয়ে বিট কর্মকর্তা সবুজ তার সহকর্মীদের নিয়ে নয়াবাজার এলাকায় ছুটে যান। পরে ১৫ ইঞ্চি ব্যস, ১০ ফুট লম্বা আনুমানিক ১৬ কেজি ওজনের অজগরটি বিট কর্মকর্তা শফিউর রহমান সবুজ, সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান ও গাজী মতিয়ার রহমানের উপস্থিতিতে উদ্ধারকৃত বিরল প্রজাতির অজগরটি ন্যাচারপার্কে অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী, বিট কর্মকর্তা নুরুল ইসলাম, লেদার বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফুল মিয়া, বিট ও ন্যাচার পার্কের কর্মকর্তা কর্মচারীরা। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।