আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের আইন বিষয়ক গবেষণা নিয়ে জানতে চাই, জানাতে চাই

আইন বিষয়টাই জটিল। বাংলাদেশের আইন হলে তো আর ও কথা নাই । বাংলাদেশের আইনের উপর গবেবষণাকে ক্যারিয়ার হিসাবে নেয়ার উদ্দেশ্যে প্রায় ১০ বছর আগে এই জগতে প্রবেশ। বাংলাদেশে আইনের উপর গবেষণা শেখার তেমন কোন প্রতিষ্ঠান নাই যদিও বেশ কিছু উন্নয়ন এন.জি.ও. কিছু ভাল কাজ করছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার অবস্থা জানি না।

আমাদের সময় অবস্থা ছিল ভয়াবহ, গবেষণার কোন বালাই ছিল না বললেই চলে। সৌভাগ্য যে, বাংলাদেশ কোড (বাংলাদেশের আইনসমূহের সংকলনে) এর কর্ম পরিকল্পনা থেকে শুরূ করে প্রায় শেষ পর্যন্ত সবকিছু করার সুযোগ আমার হয়েছিল। বর্তমানে বাংলাদেশের একমাত্র আইন বিষয়ক ওয়েবসাইট http://www.clcbd.org এর সাথে জড়িত আছি। দেশী এবং বিদেশী জার্ণালে ৪/৫ টা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সে সুবাধে সামান্য কিছু জানি যা বাংলাদেশের আইন নিয়ে যারা গবেষণা করেন তাদের জানাতে চাই এবং সম্মানিত ব্লগারদের কাছ থেকে বাংলাদেশের আইন গবেষণা নিয়ে জানতে চাই ।

বর্তমানে পি.এইচ.ডি. করতে এসেছি বিদেশে। কিন্তু এখানকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যে সব গবেষণা করে তা দেখে নিজের লজ্জা লাগে, আমরা আসলে কত পেছনে এখনও। এখন ও অ্যাডমিশন নেই নাই লজ্জায় । আর ও কিছুদিন পড়াশুনা করে তারপর অ্যাডমিশন নিব ইনশাল্লাহ। কেবলমাত্র বিবেকের তাড়না এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমার এই বিনীত নিবেদন।

আমি বহুদিন থেকেই সামুর একনিষ্ঠ পাঠক কিন্তু ব্যস্ততার জন্য এর অনেক কারিগরী বিষয় সম্পর্কে অবগত নই এখনও। তাই উত্তর দিতে দেরী হতে পারে। সেজন্য আমার ই-মেইল ঠিকানা শেয়ার করলাম । খুশি হব যদি কেউ যোগাযোগ করেন- সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচছা, ভালো থাকবেন সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.