// মেয়র লোকমান। বাংলাদেশের ইতিহাসে বোধহয় প্রথম পৌরসভা মেয়র যে কিনা পরপর দুবার স্বর্নপদক পেয়েছিলেন দেশের শ্রেষ্ঠ মেয়র হিসেবে। নরসিংদীকে পরিণত করেছিল একটি অসাধারণ শহর হিসেবে। এছাড়াএকজন নেতার যা যা গুন দরকার তার সবই যেন এই অল্প বয়সে অর্জন করে ফেলেছিল এই তরুণ প্রজন্মের ছেলেটি। যা তার নিজ দলের অনেকের কাছেই ছিল চরম অস্বস্তিকর বিষয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি দলীয় সভা করার সময় গুলিবিদ্ধ হন লোকমান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। একটি দলের জেলা অফিসে গিয়ে গুলি করে মানুষ মারা কাদের কাজ বুঝতে দেরি হয়নি যখন ঘটনার পর পর যখন বিক্ষুদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগ কর্মীরা জেলা আওয়ামী লীগের সদস্য সাত্তার হাজীর ভেলা নগরের বাড়িতে হামলা চালায় তখন। নরসিংদীবাসী হাটবে তার করা সিরামিক ইটের ফুটপাতে, আর মনে করব তার কথা তার করা পৌর ঈদগাঁয়ে আসছে ঈদের নামাজ পড়বে নরসিংদীবাসী, কিন্তু . . . বিদায় এভাবে কেন বন্ধু? ফেসবুক থেকে নেয়া ছবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।