এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, এ সপ্তাহে স্মিড প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে ঝড়ের বেগে ট্যাবলেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করেছেন।
স্মিড মন্তব্য করেছেন, “মোবাইল ফোন কি পিসির জায়গা নিতে পারে? আমি ধারণা করেছিলাম, কর্মীরা মোবাইল ফোন ও পিসি ব্যবহার করবে। কিন্তু সেটা ছিল ট্যাবলেটের সময়। দেখা গেছে, বেশিরভাগ প্রতিষ্ঠানই পিসির কাজ মোবাইল ডিভাইসে সেরে ফেলছে, বিশেষ করে ট্যাবলেটে সেরেছে বেশি।”
সম্প্রতি ‘আন্ড্রয়েড আইফোন থেকে বেশি সুরক্ষিত’ মন্তব্য করে বেশ আলোচিত হয়েছেন স্মিড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।