আমাদের কথা খুঁজে নিন

   

অনেক ভেবে চিন্তে প্লে স্টেসন ৩ ই কিনলাম..... পরশুদিন হাতে পাব

অনেকদিন হয় কনফিউশনে ছিলাম পিএস৩ নাকি এক্সবক্স কিনব। এদিকে আমার যে পরিচিত লোক আমেরিকা থেকে আসবে তার আসার সময়ও ঘনিয়ে আসতেছিল। অনেক তথ্য বিশ্লষন করে এক্সবক্স কেনার প্লান বাদ দিয়েছি। কিছু কারন আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে.. তারপরও মনে হয় এগুলো যৌক্তিক। ১।

এখনকার এক্সবক্স ৩৬০ স্লিম গুলো মড করা যায় না। তাই এটি কিনলে অরিজিনাল গেম কিনতে হবে। ২। একেকটা অরিজিনাল গেমের দাম ২০০০-৫০০০ টাকা পর্যন্ত, যেখানে এক্সবক্সের দামই ১৫০০০ টাকা ৩। এত টাকা দিয়ে অরিজিনাল গেম খেলার সাধ আছে কিন্তু সাধ্য নেই ৪।

আমি আমেরিকায় যে পিএস৩ পেয়েছি তার ভার্সন ৩.৫৫ এর নিচে। মানে এটা মড করা যাবে। ৫। সাথে ১২০ জিবি হার্ড ডিস্ক আছে যা এক্সবক্স এর নেই। ৬।

পিএস৩ একটি ব্লুরে প্লেয়ার এর কাজ করে। মানে আপনি এখানে পেনড্রাইভ লাগিয়ে ১০৮০ পিক্সেলের মুভি দেখতে পারবেন। ৭। এক্স বক্স এ এমন মুভি বা ভিডিও দেখার সুযোগ নেই। ৮।

আপনি যে এক্সবক্স কিনবেন তা বাংলাদেশের আগে মালয়শিয়ায় মড হয়। তার পর আবার বাংলাদেশে মড হয়। তার মানে আপনি ইনটেক্ট পাবেন না। ৯। পিএস ৩ একবারে ইনটেক্ট পাবেন।

১০। এক্সবক্স এ হার্ডওয়ার মড করতে হয়। মানে আপনার এক্সবক্সের রম খুলে তারা কাটাছেডা করবে। নষ্ট হবার সম্ভাবনা থাকে। ১১।

পিএস ৩ সফটওয়ার মড হয়। কাটা ছেডার কোনো ব্যাপার নেই । ১২। এক্সবক্সের নতুন গেম গুলোর দাম ২০০ -২৫০ টাকা। ১৩।

পিএস৩ গেমের দাম ৫০-১০০ টাকা। ১৪। এক্সবক্স এ সর্বোচ্চ ৪ টি কন্ট্রোলার এড করা যায়। ১৫। পিএস ৩ তে ৬ টি কনট্রোল এড করা যায়।

১৬। আমদের দেশে চাইনিজ এক্সবক্স আসে। মানে মাইক্রোসফট নাকি চায়না কে তাদের প্রোডাক্ট বানানোর অনুমতি দিয়েছে। ১৭। পিএস৩ আসে সরাসরি জাপান থেকে।

১৮। এক্সবক্স এর কন্ট্রোলার গুলো বাইরে থেকে যখন কিনবেন তখন দেখবেন খুব খারাপ কোয়ালিটির পাবেন। (আমার নিজের আছে এবং ধরা খেয়েছি ) ১৯। পিএস৩ কন্ট্রোলার এর কোয়ালিটি ভাল। ২০।

পিএস ৩ তে পিসির কন্ট্রোলার ব্যবাহার করতে পারবেন। কিন্তু এক্সবক্স এ পারবেন না। আরো আছে। এখন আর মনে করতে পারছি না। সবাই দোয়া করেন যাতে ভাল ভাবে পিএস৩ টা হাতে পাই ।

প্লে স্টেসন সম্পর্কে কিছু নিগেটিভ কথা না লিখলে আপনারা ভাববেন (যারা মাইক্রোসফট এর লয়াল কাস্টমার ) ১। এক্সবক্সের দামর পিএস ৩ তুলনায় কম। ২৫০ ডলার হল পিএস৩ এর দাম ২০০ ডলার হল এক্সবক্স এর দাম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.