আমাদের কথা খুঁজে নিন

   

কোরআন পড়া

Bismillahir Rahmanir Rahim Rabbish rahli sadri wa yas-sir li amri wahloul uqdatam mil-lisaani yafqahu qawli. O my Lord! expand me my breast; Ease my task for me; And remove the impediment from my speech, So they may understand what I say[20:25-28] কোরআন পড়া নিয়ে নিজে নিজেই একটা হিসেব কষছিলাম। ভাবলাম হিসেবটা আপনাদের সাথে শেয়ার করি। “জন্মিলে মরিতে হবে’’-ধ্রুব সত্য। ধরে নিলাম মানুষের গড় আয়ু ৬০ বছর। এই ৬০ বছরের মধ্যে প্রথম ১০ বছর কেটে যায় তার হাটা-চলা আর কথা-বার্তা শিখতে শিখতেই।

বাকি থাকে ৫০ বছর। এই ৫০ বছরে সে ঘুমায়, খায়-দায়, পড়ালেখা করে, অফিস করে, গল্প-সল্প করে, সামাজিক দায়িত্ব পালন করে, ইত্যাদি ইত্যাদি হাজারটা কাজ করে বেড়ায়। এখন একজন মানুষ যদি প্রতিদিন ১০ মিনিট কোরআন পড়ে তাহলে ৫০ বছরে কতক্ষণ কোরআন পড়ে একটু হিসেব করে ফেলি। ১ মাস= ৩০দিন। প্রতিদিন ১০ মিনিট কোরআন পড়লে ৩০ দিনে হয় ৩০X১০=৩০০ মিনিট।

৬০ মিনিটে ১ ঘন্টা। ৩০০ ÷ ৬০= ৫ ঘন্টা। তাহলে ১ মাসে সে ৫ ঘণ্টা কোরআন পড়ে। সেই হিসাবে ১২ মাসে অর্থাৎ ১ বছরে পড়ে ১২×৫= ৬০ ঘণ্টা। ১ বছরে ৬০ ঘণ্টা কোরআন পড়লে ৫০ বছরে পড়বে ৬০×৫০=৩০০০ ঘণ্টা।

যেহেতু ২৪ ঘণ্টায় ১ দিন, তাহলে ৩০০০ ঘণ্টায় হবে ১২৫ দিন। অর্থাৎ মানুষটা তার ৬০ বছরের জীবনে প্রতিদিন ১০মিনিট করে কোরআন পড়লে তার সারা জীবনে পড়বে মাত্র ১২৫ দিন। কেয়ামতের সময় সে যখন আল্লাহ্‌র কাছে হাজির হবে তার আমলনামা নিয়ে, তখন সে দেখবে তার ৬০ বছরের জীবনের ১ বছরও কোরআন পড়েনি। শুধু পড়ার ক্ষেত্রেই এই অবস্থা। তাহলে পড়ে বুঝা এবং তা মেনে চলার ক্ষেত্রে কি হবে !! আল্লাহ্‌ আমাদের সবাইকে কোরআন পড়া এবং তা বুঝে মেনে চলার জন্য হেদায়েত করুক।

আমীন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.