আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন সুষ্ঠু, ছোট বোনকে অভিনন্দন: শামীম

আমি আমাকে চিনি না নারায়ণগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারচুপির অভিযোগ তুলে নিয়ে বিজয়ী সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী শামীম ওসমান। আওয়ামী লীগ নেতা শামীম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "নির্বাচন সুষ্ঠু হয়েছে। ছোট বোন আইভীকে অভিনন্দন। " ভোটের ফলাফল ঘোষণার পর এটাই শামীমের প্রথম বক্তব্য। নারায়ণগঞ্জের উন্নয়নে নতুন মেয়র আইভীকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এর ঘণ্টাখানেক আগেই আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী শামীম ও তৈমুর আল খন্দকারকে সঙ্গে নিয়েই কাজ করতে চান। ভোট চলাকালে রোববার দুপুরে অনিয়মের অভিযোগ তুললেও সোমবার শহরের জামতলায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে তার সবই তুলে নেন সাবেক সংসদ সদস্য শামীম। তিনি বলেন, "আমার সব অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। " শামীম ভোটের দিন দুপুরে অভিযোগ করেন, কারচুপি করে তাকে হারানো হচ্ছে।

আর তাতে তার দলেরই কোনো অংশের সমর্থন রয়েছে। নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য চলছে বলেও দাবি করেন তিনি। ওই অভিযোগের বিষয়ে শামীম বলেন, "তখন অনেক অভিযোগ বিভিন্নভাবে আসছিলো। সব অভিযোগ আমি যাচাই করতে পারিনি। " রোববারের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ৭৮৭০৫ ভোট পেয়ে হেরে যান।

১৮০০৪৮ ভোট পেয়ে বিজয়ী হন শহর আওয়ামী লীগের সহসভাপতি আইভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬১০ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.