আপনি কি মিউজিক লাইক করেন? মনের অজান্তে কি মাঝে মাঝে গুন গুন করে গেয়ে উঠেন দুই এক লাইন! আপনি কি গীতিকবিতা লিখতে জানেনা কিংবা সুর দিতে পারেন? আপনি কি সঙ্গীত নিয়ে কিংবা সঙ্গীতের সাথে সম্পর্কিত যে কোন বিষয় সম্পর্কে কিছু লিখতে জানেন বা লিখতে পারেন? বাংলাদেশের সঙ্গীত কিংবা বিশ্ব সঙ্গীত ইতিহাস সম্পর্কে কিছু কি বলতে পারেন বা সর্বশেষ তথ্য দিতে পারেন? আসলে শুধু মাত্র সঙ্গীত নিয়ে একটি ওয়েব সাইট এর কাজ করা হবে। যার উদ্দেশ্য কি সেটি সম্পর্কে একটু পরে বলছি। আপাতত ফেস বুকে একটি গ্রুপ করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে গান নিয়ে যত কথা! এই গ্রুপটি ওপেন গ্রুপ। এবং বাংলাদেশের বহু সঙ্গীত শিল্পী এই গ্রুপে আসবেন এবং অনেকে এসেছেন।
আপনি যদি একজন সঙ্গীত প্রেমী হন তবে আসুন এই গ্রুপে। আপনাকে সাদরে গ্রহন করে নেবে এই গ্রুপ।
সর্বোপরি আপনি যদি শুধুমাত্র একজন শ্রোতা হন তবুও আসুন এই গ্রুপে। শেয়ার করুন নিজের সম্পর্কে। সঙ্গীত নিয়ে আসুন কথা বলি।
ছোট্ট উদ্দেশ্য-
[ সহজ ভাষার বলতে গেলে আমাদের বাংলা সঙ্গীত কে যারা সমৃদ্ধ করেছেন বা করছেন এবং আগামীতে করবেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই গ্রুপ টি করা প্রথমত। দ্বিতীয়ত সঙ্গীত নিয়ে যারা লিখতে চান ফিচার, আর্টিকেল এই গুলো তারা এইখানে লিখবেন। সকল ধরনের গান এইখানে শেয়ার করা যাবে। বিশ্ব সঙ্গীত নিয়ে আমাদের ভাবনা গুলো কি এই বিষয় গুলো তুলে ধরা হবে। দেশের প্রথিতযশা শিল্পীরা থাকবেন আমাদের এই গ্রুপে।
তাদের কে মূল্যায়ন করা এবং সঙ্গীত কে যারা লালন করছেন মনের গহীন কোনে কিন্তু প্লাটফর্ম বা ব্রেক পাচ্ছেন না তাদের জন্য একটি সুযোগ করে দেওয়া। বিভিন্ন ইভেন্ট এর ব্যবস্থা করা। পাইরেসির বিরুদ্ধে জনমত গড়া, রয়েলিটির ন্যায্য হিসাব সহ বহুবিধ কর্মকাণ্ড সম্পাদন করা এই গ্রুপের উদ্দেশ্য। আপাতত এই তার পর বাকি গুলো জানানো যাবে। যাই হোক সময় প্রয়োজন।
এই যা। ]
সঙ্গীত! সাধনা! ভালোলাগা আর ভালোবাসার আর এক নাম। সঙ্গীত কে ভালোবাসেনা হয়তো এমন লোক খুঁজে পাওয়া যাবে। তবে এই গ্রুপে তাদের ঠাই নেই সত্যি। সঙ্গীত নিয়ে যারা ভাবেন, যারা সঙ্গীত শ্রবণ করেন, যারা গাইতে পারেন, যারা লিখতে জানেন সর্বোপরি মিউজিক নিয়ে যারা ভীষণ একটি পুলক অনুভব করেন মনের গহীন কোনে তারা আসুন এই গ্রুপে!
গান নিয়ে যত কথা! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।