কয়েকটি কেন্দ্র থেকে সমর্থকদের বের করে দেওয়া হয়েছে: আইভী আহসান কবীর, কান্ট্রি এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কম নারায়ণগঞ্জ থেকে: ভোট দিতে যাওয়ার পর কয়েকটি কেন্দ্র থেকে তার সমর্থকদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। রোববার সকালে ভোট দেওয়ার পর পশ্চিম দেওভোগ এলাকার এক মাঠে নিজ বাড়ির সামনে তিনি সাধারণের মানুষের উদ্দেশে এসব কথা বলেন। তবে তিনি এ নিয়ে চিন্তিত নন বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। জয় ইনশাল্লাহ হবেই হবে।’ তিনি বলেন, তোলারাম কলেজসহ কয়েকটি ভোটকেন্দ্র থেকে সমর্থকদের বের করে দেওয়া হয়েছে। এর আগে ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয় ইভিএম কেন্দ্র দিচ্ছেন সেলিনা হায়াত আইভী। বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।