নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করায় শেষ পর্যন্ত প্রার্থীতা বাতিল হতে পারে শামিম ওসমানের। বিষয়টি নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। নাসিক নির্বাচনে জঙ্গি হামলা হতে পারে বলে মেয়র পদপ্রার্থী শামীম ওসমানের আশঙ্কার বিষয়টি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আজ চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব আবদুল বাতেন নির্বাচন কমিশনের পে স্বরাষ্ট্রসচিবের কাছে এই চিঠি পাঠান।
সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালার-২০১০-এর ৬ (১০) ও ১০ অনুচ্ছেদের আলোকে এ তদন্ত করতে বলা হয়েছে।
বিধিমালার ৬ (১০) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করে বা কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না। নির্বাচন কমিশন ‘জঙ্গি হামলার আশঙ্কা’কে উস্কানিমূলক এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা হিসেবেই মনে করছে।
ইসি সূত্র জানিয়েছে, শামীম ওসমানের বক্তব্য অসত্য প্রমাণিত হলে নির্বাচনে বিজয়ী হলেও তার প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচন কমিশনের উপসচিব আবদুল বাতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়টি আজ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একজন প্রার্থী নির্বাচনে জঙ্গি হামলা হতে পারে বলে প্রচারণা চালিয়েছেন।
ওই প্রার্থীর কাছে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও তিনি দাবি করছেন। এ ব্যাপারে তিনি নারায়ণগঞ্জ সদর থানায় জিডিও করেছেন। তার এই প্রচারণা ভোটার ও প্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই বিষয়টি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ ব্যাপারে বলেন, অভিযোগকারী ওই প্রার্থীর অভিযোগ প্রমাণিত না হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইন অনুযায়ী তার প্রার্থিতাও বাতিল হতে পারে। এমনকি নির্বাচনে জিতে গেলেও তিনি মেয়র হওয়ার যোগ্যতা হারাবেন। নির্বাচনী আইনেও ওই বিধান রয়েছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনী আইন ও বিধিমালা অনুসারেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি বলেন, একজন প্রার্থী গণমাধ্যমে এবং থানায় জিডি করে বলেছেন, জঙ্গি হামলা হতে পারে এবং এ ব্যাপারে তার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এটি একটি ভয়ংকর তথ্য। এ বক্তব্য ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি অসত্য হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি নির্বাচনে বিজয়ী হলেও তিনি মেয়র হওয়ার যোগ্যতা হারাতে পারেন।
তিনি বলেন, একজন প্রার্থী এ অভিযোগ করলেও স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য গণমাধ্যমকে বলেছেন, শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের কোথায়ও জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।