আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার এর পয়সা কি হালাল হল ?????

এক দিনের জন্য নায়ক হতে চাই । বাংলাদেশের ডাক্তার দের নৈতিকতা সম্পর্কে জানে না এমন লোক মনে হয় এ ভূখণ্ডে পাওয়া যাবে না । অতি উন্নত মনের মানুষ তারা !!!! আমার মার দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখ। প্রথমে ব্রেন টিউমার হল, ঢাকার সব ডাক্তার দেখান শেষ । ইবনেসিনার ডাক্তার বলল রুগীকে আজকের মধ্যে ভরতি না করালে খুব বড় বিপদ হবে ।

আমরা ঘাবড়ে গেলাম । একদিকে প্রচুর টাকার প্রয়োজন অন্নদিকে দিকে টেনশন । এর পর গেলাম পিজির নিউরোসার্জন হেড ডঃ আজিজুল হক এর কাছে । উনি বলল, আপনি আমি যে ক্লিনিকে বসি সেখানে করান । প্রথমে বলল ৭০ হাজার টাকা লাগবে এর পর বলল আরেক দিন বলল ১ লাখ ৫০ হাজার টাকা লাগবে ।

অবশেষে ইন্ডিয়া থেকে করান হল । আল্লার রহমতে সুস্থ হল । এর চার বছর পর আবার আমার মার পেটে টিউমার হল, এবার ভর্তি করালাম আনয়ার খান মডার্ন হাসপাতালে । এখানে খরচ হল ৫০ হাজার টাকা । এবারের ডাক্তারের খরচ খেয়াল করে দেখলাম, যে ডাক্তার অপারেশন করে গেছে সে শুধু ৪ বার দেখে গেছে প্রতি বার চার হাজার টাকা করে চার্জ ।

প্রতি বার ৩০-৪০ সেকেন্ড থেকেছে । এই চার্জ টা কি উনার নেয়ার কি খুব দরকার ছিল ??? উনি তো অপরেশন এর চার্জ ৩৫ হাজার টাকা নিল । আমরা যারা গরিব বা মধ্যবিত্ত পরিবারের লোকজন, তারা কোথায় যাব? আমাদের অপরাধ টা কি এই দেশে জন্ম নেয়া ??? একদিকে সমাজের উচ্চবিত্ত শ্রেনির লোকজন টাকা ওয়ালা হচ্ছে অন্নদিকে গরিব রা আর গরিব হচ্চছে । সরকারের ডাক্তার দের ফি এর ব্যাপারে কি কোন নীতিমালা নাই । ???????????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.