আমাদের কথা খুঁজে নিন

   

সংসদীয় কমিটিতে বিরোধী দলের ভূমিকা, ধরি মাছ না ছুঁই পানি

বিভিন্ন ইস্যুতে রাজপথে সরব হলেও সংসদীয় কমিটিতে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না প্রধান বিরোধী দল বিএনপি। সংসদ অধিবেশনের মতো সংসদীয় কমিটির বৈঠক বর্জন না করলেও বৈঠকগুলোতে তেমন একটা হাজির হন না বিরোধী দলের সদস্যরা। আর কোনো কোনো সদস্য বৈঠকে যোগ দিলেও সেখানে তাদের ভূমিকা যেন সরকারদলীয় সদস্যদের মতোই। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিদ্যুত্, যোগাযোগ, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির বৈঠকে সরকারদলীয় সদস্যরা বিভিন্ন ইস্যুতে হইচই করলেও বিরোধীদলীয় সদস্যদের ভূমিকা ছিল ‘ধরি মাছ না ছুঁই পানি’র মতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

উপনির্বাচনে এমপি হয়ে এ কমিটির সদস্য হওয়ার পর ১৯টি বৈঠকের মধ্যে তিনি উপস্থিত ছিলেন মাত্র চারটি বৈঠকে। বিরোধী দলের নেতাকর্মীদের নামে সরকারের পক্ষ থেকে হামলা ও মামলা দায়ের এবং সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে-এমন দাবি নিয়ে বিএনপি রাজপথে আন্দোলন করলেও সংসদীয় কমিটির বৈঠকে এসব বিষয়ে নীরব তারা। এমনকি কমিটির বৈঠকেও ঠিকমতো যোগ দেননি বিরোধীদলীয় সদস্যরা। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, র্যাবের গুলিতে নিরীহ মানুষ হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং ফায়ার সার্ভিসের কেনাকাটায় দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন সরকারদলীয় কয়েকজন সদস্য। সরকারদলীয় সদস্যরা বলেন, বিরোধী দল এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করলে তারাও সমর্থন জানিয়ে এ ব্যাপারে আরও সোচ্চার হতে পারতেন।

কিন্তু বিরোধী দল নীরব থাকায় বিভিন্ন ইস্যু নিয়ে তারা আলোচনা করতে পারেন না-সরকার বিব্রত হবে এমন ভয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মতো অন্যান্য কমিটির বৈঠকেও ঠিকমতো যোগ দেন না বিরোধী দলের সদস্যরা। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সারা দেশে সাধারণ মানুষ যখন ক্ষুব্ধ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যখন প্রতিবাদ জানানো হচ্ছিল তখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে এ নিয়ে কোনো হইচই বা ওয়াকআউট করা হয়নি। একইভাবে বিদ্যুত্ ও গ্যাস সঙ্কট, গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সংসদীয় কমিটির বৈঠকে জোরালো কোনো প্রতিবাদ ছিল না বিরোধী দলের। শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে বিএনপি রাজপথে প্রতিবাদ জানালেও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে নীরব বিএনপি।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সরকারদলীয় একজন সদস্য বলেন, শেয়ার কেলেঙ্কারি নিয়ে বিরোধী দল কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করবে এমনটাই মনে করেছিলেন তিনি। কিন্তু তা না হওয়ায় তারা অবাক হয়েছেন। এ কমিটির বিরোধী দলের সদস্য সাবেক মন্ত্রী এম কে আনোয়ার। সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৯-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জানান, এম কে আনোয়ার ৩০টি বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৪টি বৈঠকে। আর বৈঠকগুলোতে তিনি কথাও কম বলেন।

যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপথ অধিদফতর, বিআরটিএ ও রেলওয়েসহ মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে সরকারদলীয় কয়েকজন সদস্য একাধিক বৈঠকে যোগাযোগমন্ত্রীকে তোপের মুখে ফেলেন। অথচ এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে কমিটির বিরোধীদলীয় সদস্যের ভূমিকা জোরালো ছিল না বলে জানিয়েছেন সরকারদলীয় সদস্যরা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এ ব্যাপারে বলেন, কমিটিতে বিরোধী দলের কার্যকর ভূমিকা নেই এ কথা ঠিক নয়। কমিটিতে বিরোধী দলের মাত্র একজন সদস্য হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে তিনি কথা বলার সুযোগ পান না। অসুস্থতা ও ব্যস্ততার কারণে কমিটির বৈঠকে ঠিকমতো যেতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, বৈঠকগুলোতে তিনি কার্যপ্রণালী বিধি মেনে চলেছেন।

আলোচ্যসূচির বাইরে কোনো বিষয়ে আলোচনা করার চেষ্টা করেননি। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংসদের মতো সংসদীয় কমিটিগুলোও অকার্যকর। কমিটিগুলো ঠিকমতো বৈঠক করতে পারে না। তাছাড়া সংসদের মতো কমিটির বৈঠকেও বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ দেওয়া হয় না Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.