আমাদের কথা খুঁজে নিন

   

নিজ পত্রিকার নাম ভুল লিখা এক বীরপুঙ্গের বীরত্ব

জয় হোক নতুন প্রজন্মের, জয় বাংলা.......... 'জাতীয় স্বার্থে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম' এর প্রতিবাদকে কুইকুই বলে ব্যঙ্গ করা এই বীর এখনও নিজ পত্রিকার নামটি সঠিকভাবে লিখতে শিখেন নাই। শিখছেন শুধু সঠিক সংবাদটিকে ঘুরায়া পেছাইয়া লিখে কিছু সস্তা বাহবা পাইতে। এই মা.ছো তার ব্লগে লিখছে সে রাইসুল জুহালাকে তার ব্লগ থেকে বাহির করে দিছে মনে হয় যেন রাইসুল জুহালা তার বাড়িতে ভাড়া থাকতো সে এখন বাহির করে দিছে। শালা আবুল। একটা জিনিস জানার অনেক ইচ্ছে যে আমারদেশ ছাগুরমেলা কলম দাদীর জন্য কত টাকা উঠাইছে বা কতটুকু সাহায্য করছে যে এখন সে এতো লাফ-জাপ দিচ্ছে?? আর আমারেদশ পাঠকেমলার নুন খাওয়া এই প্রতিবেদকের প্রতি অনুরোধ নামটা শুদ্ধ করেন নাহলে আমারদেশ এবং মগবাজার দুই জায়গা থেকেই পেমেন্ট বন্ধ হয়ে যাবে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.