নিজের কথা প্রকাশে ব্লগের চাইতে ভালো কিছু আর কিইবা হতে পারে।
কোন পত্রিকা কয়টা ছাপে আর কয়টা বিক্রী হয় কে তার হিসাব রাখে?
বাংলাদেশে কোন অথরিটি সেই কাজের জন্য গড়ে ওঠে নাই। যদিও সবাই তার নিজের মতন একটা হিসাব তৈরী করে থাকে, আর বলার সময় একটা কিছু সুবিধাজনক ভাবে বানিয়ে বলে।
এই দুনিয়ায় বাংলাদেশ একটা থার্ড ক্লাশ দেশ হিসাবে পরিচিত। তার নগন্য নাগরিক হিসাবে আমি নির্ভুল তথ্য খুব একটা আশা করতে পারি না।
পরিসংখ্যান জাতীয় কিছু একটা পেলেই হোল।
জাতীয় সংসদে তথ্য মন্ত্রীকে কোন সাংসদ প্রশ্ন করেছিলো দেশে কোন পত্রিকার সার্কুলেশান কত? ওনি সংসদে দাঁড়িয়ে তার কাগজ দেখে যে লিস্টি দিল তাই নিচে তুলে দিলাম। আমি কিন্তু মুটামুটি খুশি - যাই হোক, পেলাম তো একটা হিসাব।
দেশের দৈনিক পত্রিকার সংখ্যা ২৫৪টি। এর মধ্যে ঢাকায় ৭৪টি ও মফস্বলের ১৮০টি।
বাংলা দৈনিক:
১. প্রথম আলো (৩ লাখ ৮৫ হাজার ১০০)
২. যুগান্তর (২ লাখ ১৫০)
৩. আমাদের সময় (১ লাখ ৪৮ হাজার ২৭০)
৪. ইত্তেফাক (১ লাখ ২৫ হাজার ২৫০)
৫. সমকাল (১ লাখ ২১ হাজার ৩০০)
৬. নয়া দিগন্ত (১ লাখ ১৫ হাজার ২৫০)
৭. ইনকিলাব (১ লাখ ১৫ হাজার ১২০)
৮. আমার দেশ (১ লাখ ৮ হাজার ৩৫০)।
ইংরেজি দৈনিক:
১. ডেইলি স্টার (৪০ হাজার ৬৩৮)
২. ফিন্যান্সিয়াল এক্সপ্রেস (১৬ হাজার ৬২০)
৩. ইন্ডিপেন্ডেন্ট (১৩ হাজার ১১০)
৪. নিউ এজ (১৫ হাজার ২০০)
৫. নিউ নেশন (১০ হাজার ২৫০)
৬. বাংলাদেশ টুডে (১১ হাজার ৫০)
৭. বাংলাদেশ অবজারভার (৭ হাজার ৫৫০)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।