শান্ত নদী , নৌকায় কয়েকজন মানুষ ,
ছোট- বড় , সাদা - কালো , নানা রঙের ।
ভিন্ন তাদের আবাস , ভাবনাগুলোও আলাদা ;
কেউ ভালোবাসে নদী , কেউ কাশবন ।
কেউ দেখে কলসি কাঁখে কিশোরী বধুর সলাজ চাউনি ,
কেউ খোঁজে তার শরীরের ভাঁজ ।
কেউ হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় নদীর জল ,
তাতেই কারো ভ্রু কুঁচকে ওঠে ।
শিশুর আবদার সামলাতে ব্যস্ত মা -
বাবা'র অকারণ বিরক্তি ।
কেউ ভাবে , আকাশটা আজ বড্ড নীল !
কেউ সেই আকাশে খোঁজে হারিয়ে যাওয়া প্রিয় মুখ ,
বৃদ্ধ মানুষটির অনিশ্চিত ভবিষ্যতের আঁধার -
নীল আকাশটাকে অন্ধকার চাদরে ঢেকে দেয় ।
ভাবলেশহীন মাঝি পাথর চোখে দাড় বেয়ে যায় ,
হাসি - কান্না , ভালো - মন্দ , কিছুই স্পর্শ করে না তাকে ।
শুধু জানে গন্তব্যে পৌঁছতে হবে , তাই বিরামহীন চলা ।
নদী বয়ে যায় , নৌকাও থেমে থাকে না ,
কেবল রঙ বেরঙের কিছু ভাবনা -
সুতো কাটা ঘুড়ির মতো ঠিকানাহীন উড়ে যায় ।
২৮।
১০। ২০১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।