হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
নৌকা করে ইছামতি নদীতে ঘুরে বেড়াচ্ছি। চাচাতো ভাই নৌকায় বিছানো শীতল পাটিতে গা এলিয়ে দিলেন। টানটান করে শুয়ে তার ছোট বেলার স্মৃতি গুলো বলা শুরু করলেন, বর্ষা কালে নৌকা দিয়ে দাদা’র সাথে কত জায়গায় গেছি।
আগে তো নৌকা আর হাঁটা ছাড়া কোন উপায় ছিল না। তখন নদীতে স্রোত ছিল, বড় বড় লঞ্চ আসতো দুর থেকে, আমরা মাঝে মাঝে নৌকা দিয়ে ঢাকায় যেতাম। কত মধুর সেই স্মৃতি কথা। অথচ আমার জীবনে এই ধরনের কোন স্মৃতিই নাই।
হঠাৎ দেখলাম বড়ভাই নৌকা বসে তার পা দুটো নদীর পানিতে নামিয়ে দিলো।
আমাকে বললো- আমরা ছোটবেলায় এইভাবে নৌকার চড়তাম, খুব মজা ! প্রানটা ঠান্ডা হয়ে যায়। আমিও ওনার দেখাদেখি আমার পা দুটো নদীর পানিতে নামিয়ে দিলাম। অসাধারন অনুভুতি! আসলেই প্রানটা ঠান্ডা হয়ে গেছে।
নৌকা দিয়ে চলছি শান্ত নদীর উপর দিয়ে। আমি মুগ্ধ চোখে প্রকৃতি দেখছি আর মুহুর্ত্ব গুলো ক্যামেরা বন্দি করছি।
নৌকার পাটাতনে শীতল পাটি বিছানো, আমি শুয়ে পড়লাম। এ আরেক অনুভুতি ! আমার চোখের উপর শুধু সীমাহীন নীল আকাশ ডানে-বামে দুলছে। কিছুন এভাবে দুলতে দুলতে মনে হলো আমার মাথা ঘুরাচ্ছে। চোখ বন্ধ করলাম, তবুও ঘুরছে।
স্মৃতি : ১২ সেপ্টেম্বর ২০০৮ইং, শুক্রবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।