আমাদের কথা খুঁজে নিন

   

ওস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁন ও এডি ভেডর - Dead Man Walking সাউন্ড ট্র্যাক

ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। "Fusion" শব্দের অর্থ গুগলে সার্চ দিয়ে যা পেলাম - গলিত মিশ্রণ, সমন্নয়, একীভবন বা একীকরণ, সম্মিলন, গলন, লয়, একীকরণ, গলাইয়া মিশ্রণ, একীভবন ইত্যাদি। এক কথায় দুটি ভিন্ন কিছু একত্রীকরণ করাকে ফিউশন বলে। সে হিসাবে "ফিউশন মিউজিক" বলতে দুই বা তার অধিক মিউজিক স্টাইল (Genre) একটি কম্পোজিশনে ব্লেন্ড করে নতুন কিছু দাড়া করানোকে বোঝায়। ওয়েস্টার্ন মিউজিকে ব্লুজ স্টাইল খুবই জনপ্রিয় একটি জেনর।

তাই বিখ্যাত অনেক শিল্পী ব্লুজ ব্যবহার করে বহু নতুন নতুন জেনর উদ্ভব করেছে। রক এন রোল, হার্ড রক, জ্যাজ থেকে শুরু করে সউল, রিদম এন ব্লুজ প্রায় বেশির ভাগ স্টাইল। আমরা সেসব শুনে শুনে অভ্যস্ত বলে ফিউশনকে আলাদা করতে পারি না! অনেকের ভুল ধারনা আছে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন মিক্স মিউজিককে শুধুমাত্র ফিউশন মিউজিক বলে! তবে এটা ঠিক দুটি ভিন্ন দেশ/মহাদেশ, ভাষাতে সম্পূর্ন আলাদা মিউজিক স্টাইল মিলে কিছু তৈরি করলে সেটার স্বাদ সত্যি অন্যরকম লাগে। গতানুগতিক ধারার বাহিরে কল্পনাতীত ভিন্ন কিছু পাওয়া যায়। "ফিউশন" গানের প্রতি সবার আকর্ষনের কারনে উপমহাদেশের বিখ্যাত শিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁন এবং নাইনটিজে আমেরিকার সব চাইতে জনপ্রিয় ব্যান্ড Pearl Jam এর লিড ভোকালিস্ট Eddie Vedder মিলে গাওয়া দুটি গান শেয়ার করছি আজকের এই পোস্টে।

Dead Man Walking (1995) সিনেমার সাউন্ড ট্র্যাক এ্যালবামের জন্য রেকর্ড করা হয় গান দুটো। যথারীতি গানের সুন্দর লিরিক কারনে পছন্দের মাত্রা আরো বহুগুণ বেড়ে গেছে। যারা ফিউশন পছন্দ করেন তাদের অবশ্যই গান দুটি ভাল লাগবে। The long road নুসরাতের মৃত্যর পর তার ভাতিজা রাহাৎ ফতেহ আলী খাঁনের সাথে Eddie Vedder লাইভ। And I wished for so long...cannot stay. All the precious moments...cannot stay. It's not like wings have fallen...cannot stay. But still something's missing...cannot say. Holding hands of daughters and sons, And their faiths are falling down. I have wished for so long... How I wish for you today. Will I walk the long road? Cannot stay... There's no need to say goodbye... All the friends and family. All the memories going round. I have wished for so long. How I wish for you today. And the wind keeps rollin', And the sky keeps turning gray. And the sun is set... The sun will rise another day. I have wished for so long... How I wish for you today. I have wished for so long... How I wish for you today. Will I walk the long road? We all walk the long road... এমপিথ্রি: Eddie Vedder with Nusrat Fateh Ali Khan -The long road The Face Of Love রাহাৎ ফতেহ আলী খাঁনের সাথে Eddie Vedder jeena kaisa pyar bina [what is life without love?] is duniya mein aaye ho to [now that you have come to this world] ek duje se pyar karo [love each other, one another] jeena kaisa pyar bina [what is life without love?] is duniya mein aaye ho to [now that you have come to this world] ek duje se pyar karo [love each other, one another] look in the eyes of the face of love look in her eyes oh, there is peace no, nothing dies within pure light only one hour of this pure love to last a life of thirty years only one hour so come and go এমপিথ্রি: Nusrat Fateh Ali Khan & Eddie Vedder - The Face Of Love ওস্তাদ নুসরাত ফতেহ আলী খাঁন আমার অন্যতম প্রিয় ধ্রুপদী/কাওয়ালী সঙ্গীতজ্ঞ।

তবে প্রিয় শিল্পী হলেও জনপ্রিয় গানগুলো ছাড়া অন্যগুলো তেমন সেভাবে শোনা হয়নি। এই পোস্টের মাধ্যমে অন্য ব্লগারদের কাছে অনুরোধ রইল, নুসরাত ফতেহ আলী খাঁন এর সেরা গানগুলোর তালিকা যোগাড় করে দেবার। সম্ভব হলে ডাউনলোড লিংক। Pearl Jam এর লিড ভোকালিস্ট Eddie Vedder এর গান শুনে পার হয়েছে আমার কৈশর। কেও যদি ওয়েস্টার্ন মিউজিকে আমার সব চাইতে প্রিয় ভোকালিস্টের নাম জিজ্ঞাসা করে তাহলে আমি সবার আগে Eddie Vedder নাম বলব।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.