আমাদের কথা খুঁজে নিন

   

জন্মান্ধ ভোরের গান

কিছু কাঁটা রেখে যাবো। কিছু গোলাপ, বিলাপ করে ডাকবে তোমার নাম- পরিণাম কিছুই জানি না। কবিদের পরিণাম জানতে নেই। উচ্ছ্বসিত ঢেউয়ের জ্যোতি দেখে কেবলই নিবারণ করে যেতে হয় চোখের অশ্রু। আর সমষ্টিগত মাটির নিবেদিত আলোক্ষেত্র।

কিছু জল রেখে যাবো। কিছু অনলের কাছে দাঁড়িয়ে- সাক্ষী দেবো আমিও প্রত্যক্ষ করেছি মৃত্যুর অনর্গল হাসি। যে হাসি দেখে সজীব থাকে ঘাসের বুকে জেগে উঠা সবুজ সমাধি। রেখে যাবো শব্দ- শব্দের কফিন এবং কয়েকটুকরো কালো কাপড় তুমি সেই কাপড় আকাশের গায়ে জড়িয়ে, সাজিয়ে দিও সবটুকু রাতের শরীর। আর লিখে দিও- এই কাব্যজনক একটি মৃত নদীর মতো জন্মান্ধ ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.