আমাদের কথা খুঁজে নিন

   

জন্মান্ধ সময়ে

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল অন্ধকারে জল পতনের শব্দ ঘর পালালে, আঁকড়ে ধরে হাতটান পুড়তে হলে- পুড়িয়ে ফেল স্বপ্ন বেচতে হলে, বিক্রি কর আত্মা "Hallow Darkness, my old friend I have come to talk with you again" এই হাল্কা তমসাময় বিষণ্ন সন্ধ্যায়, আরো কিছু গাঢ় রাত্রি ক্রমান্বয়ে জড় হোক। অন্ধকার বড় আকর্ষক, রহস্যময়। ও অন্ধকার, প্রিয় বন্ধু- কথা হোক তীব্রতায় গাঁথা গলির গহীনে। কুরুশ কাঁটায় বোনা আলো আঁধারীর পোশাকে জড়িয়ে নেই আরো কিছু একলা সময়। ব্যাঙ ডাকছে, সোঁদা মাটির গন্ধে ভিজছে পালক, একলাটি তাও ফিরছি ফেরার পথ- নামালো চুপ সন্ধে; আকাশ ফুরে অলক্ষুণে ঝিরঝির "Fools", said I, You do not know, Silence like a cancer grow." বৃষ্টিপাতের মতই নীরবতার আলাদা শব্দ, ভিন্নতর ভাষা।

নীরবতায় ঈশ্বর থাকেন। সময় থমকে গেলে, নীরবতায় হাত পাতি। ঈশ্বর বড্ড করুণাময়; ঈশ্বর বড়ই নির্দয়। ভিজছি তাও, নগ্ন আলোর গর্ভে সেধিয়ে যাই; চোখ পিটপিট; বন্ধ। কুয়াশাময়, অন্ধকার এ পর্বে হাতড়ে ফিরি- জন্মেই যে অন্ধ! "And in the naked light I saw, Ten thousand people, may be more People talking without speaking, People hearing without listening" জনতা বলেনা, বকবক করে।

জনতা অনুধাবন করে না, শুধু কান পাতে, শোনে। ও প্রিয় অন্ধকার, চল, আমরা কথা বলি- নিস্তব্ধতায় বোনা হিম উচ্চারণে। নীরবতার তীক্ষ্নধার ছুড়িতে গেঁথে তুলি হীরন্ময় শব্দজট। এই জন্মান্ধ সময়ের ঘেরাটোপ থেকে বের করে আনি কিছু প্রজ্ঞাময় আলোকশিখা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.