তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা গতকাল আমার ২০০তম পোস্ট প্রকাশিত হল এই ব্লগে। এই প্রবাসের নিঃসঙ্গ ছাত্রজীবনে ব্লগ লেখা আমার আনন্দ ও স্বস্তির অন্যতম উপকরণ। আমার প্রবাসজীবনের বয়স এবং ব্লগে আমার উপস্থিতি একসমান। ২ বছর ৫ মাস। এর মধ্যে লিখে ফেললাম প্রায় ২০০ লেখা।
সাহিত্য কিংবা জ্ঞানের মানদন্ডে এর কোনটি উত্তীর্ণ না হলেও কিছু কিছু লেখায় আপনাদের অভাবনীয় সাড়া আমার ব্লগজীবনের সেরা সঞ্চয়। 'কে এই মাওলনা' শিরোনামে ১০ পর্বের ধারাবাহিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবনের অজানা গল্পগুলো নিয়ে ১২ পর্বের ধারাবাহিক পড়ে অনেকেই তাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত ১২৯৩ টি মন্তব্যের বিপরীতে আমার করা মন্তব্যের সংখ্যা মাত্র ৩১৪। আমার এ অক্ষমতার জন্য বন্ধুদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।
ইসলাম নিয়ে এ ব্লগের কিছু ব্লগারের অজ্ঞতাজনিত লাফালাফি এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার হীন উদ্দেশে কারো কারো অতি আগ্রহ আমাকে সবসময় আহত করে।
আমার বিশ্বাসে এ দুটোই ইসলামের জন্য অবমাননাকর এবং ধর্ম সম্পর্কে তাদের জ্ঞানস্বল্পতার পরিচায়ক।
ছদ্মনামে লেখালেখির এ ব্লগটি ইতোমধ্যে আমার কোন কোন বন্ধু জেনে গেছে। এদের কেউ আমাকে জানিয়েছেন, আমার সবগুলো পোস্ট তারা পড়ে ফেলেছেন। তাদের অতি আগ্রহ ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে।
ব্লগ হয়ে উঠুক আমাদের সৃজনশীলতা চর্চা এবং সত্য ও সুন্দরের নিরপেক্ষ প্রকাশের মাধ্যম। আমার প্রত্যাশা এটুকুই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।