- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
কাল ও-কথা বলেছিলাম নাকি?
হতেও পারে, আজ সেটা মানছি না
কাল যে-আমি ছিলাম, প্রমাণ করো
আজও আমি সেই আমিটাই কিনা।
মানুষ তো আর শালগ্রাম নয় ঠিক
একই রকম থাকবে সারাজীবন!
মাঝে মাঝে পাশ ফিরতেও হবে
মাঝে মাঝেই উড়াল দেবে মন।
কাল বলেছি পাহাড়চূঁড়াই ভালো
আজ হয়তো সমুদ্রটাই চাই।
দুয়ের মধ্যে বিরোধ তো নেই কিছু
মুঠোয় ভরি গোটা ভুবনটাই।
আজ কালকে যোগ দিয়ে কী হবে?
সেটা না হয় ভাববো অনেক পরে।
আপাতত এই কথাটা ভাবি-
ফুর্তি কেনো এত বিষম জ্বরে?
_______________________
- শঙ্খ ঘোষ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।