প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
কবিতা আমি লিখিনা__কবিতা আমাকে লেখায়
শাফিক আফতাব..............
এই সিগারেটটা খেয়ে আর খাবোনা সিগারেট __
এই কবিতাটি লিখে আর লিখবোনা কোনো কবিতা __
এই মেয়েটির দিকে দেখে আর দেখবোনা কোনো মেয়ের বুক __
শেষ গানটি খেয়ে আর কোনো গান গাইবোনা মঞ্চে।
তবু গান গেতে থাকি,
কবিতা লিখতে থাকি,
মেয়েদের দিকে তাকাতে থাকি,
সুখটান দিতে অধীর আগ্রহে টানি চুরুটের গোয়া।
হে কবিতা তুমি কী যোড়শি মেয়ে ?
তুমি কী সিগারেট ?
তুমি কী সুরের বেহালা ?
কেনো আমারে কুরে কুরে খাও ?
কবিতা লিখবো না বলে নির্জনরুমে উঠিবসি কান ধরে
তবু আচমকা কখন কবিতা লিখেছি__নিজেই জানিনা।
২৭.১০.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।