আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত

অবিনশ্বর প্রেমের জন্য প্রার্থনা " ও আকাশ প্রদীপ জ্বেলোনা, ও বাতাস আঁখি মেলো না, আমার প্রিয়া..." মুঠোফোনের শব্দে ঘুমটা ভেঙে গেলো। সময় এখন ৩ টা ০২ । তাও রাত। আমার বিরক্ত হওয়ারই কথা ! কিন্তু কলটা যে আমার আকাঙ্ক্ষিত একজনের ! কিন্তু সে এতো দেরিতে ফোন দিলো যে ! "হ্যালো"। "কি ব্যাপার ঘুমাচ্ছ নাকি?" অন্য কেউ হলে গালি দিতাম, শালা আমি এই রাতে কি ঘাস কাটবো নাকি? কিন্তু "সে" তো " অন্য কেউ " না।

তার উপর মেয়েটা এখনও আমাকে "হ্যা " বলেনি। "হুম, ঘুমাচ্ছিলামই তো, আর কি করবো" "না, ভাবলাম হয়তো কারো সাথে ফোনে কথা বলছ" " আমাকে কে ফোন দিবে?" ফোনের ওইপাশ থেকে হাসির শব্দ শুনতে পেলাম। আমার হার্টবিট বেড়ে গেলো। যতবার শুনি, ততবারই একই অবস্থা হয় আমার। তবে সাথে সাথে রাগও লাগলো।

আমাকে সে উইশ করবে ১২ টায়। তা না করে ............বললো, " তোমাকে একটা কথা বলবো" "বলো, তবে আমি জানি কি বলবে" " তুমি ভাবছ শুভ জন্মদিন বলবো?" " তো আর কি বলবে আজ!!" "বললে তুমি খুশি হবে?" "হুম" " যদি অন্য কিছু বলি??" আমার বুকটা ধক করে উঠলো ! তবে কি আমার এতদিনের আশা পূরণ হবে আজ? নার্ভাসনেসটা গোপন করে বললাম, "অন্য কি বলবে?" "শুনতে চাও?" "যদি তুমি দয়া করে বলো আর কি" আবারও হাসি। উফ ! পেয়েছে কি। বুঝে গেছে আমি নার্ভাস, তাই নিশ্চয়ই মজা নিচ্ছে !! "যদি না বলি?" "তাহলে কি আর করা, ঘুমিয়ে যাবো আবার" " অভি?" "বলো?" " আমি তোমাকে....................." ........................ কিছু একটা পড়ার শব্দে ঝিমুনি ভাবটা কেটে গেলো। হাত থেকে মুঠোফোনটা মেঝেতে পড়ে গেছে।

আর আমার দিবাস্বপ্নেরও সমাপ্তি ঘটলো সাথে সাথে। বিষণ্ণ হয়ে গেলাম। প্রতি বছর এই রাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করি মুঠোফোনটা হাতে নিয়ে। কেউ একজন তার শেষ না করা কথাটা শেষ করবে। কিন্তু অনেক বছর তো হয়ে গেলো।

কই? সে তো আর এলোনা প্রতিবার একই স্বপ্ন দেখি,প্রতিবার একই জায়গায় এসে আমার স্বপ্নটা ভেঙ্গে যায়। আর ভাবতে পারিনা। উঠে বারান্দায় এলাম। গ্রিল ধরে বাইরে তাকালাম। আজ কি সূর্য উঠবেনা ???...................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।