চারিদিক শুনশান। শুয়ে থাকি একা। মৃদুমন্দ বাতাসের ফিসফাস শব্দে ঘরের জানালা খোলে। তাকাতেই দেখি নীল চাদরে ঢাকা সবুজ পৃথিবী। সবুজের নিঃশ্বাসে এক সুনীল ভ্রমণ।
ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে রামধনু রং। শুধু রং-এর খেলা। এত রং কোথা থেকে এলো। কে পাঠালো আমাকে রং-হীন খামে?আমিতো চাইনি কিছুই কারো কাছে?আছে, আছে, চাইবারো প্রয়োজন আছে।
তবু থেকেছি দূরে সব শব্দ থেকে। তা সে যাই হোক - অন্ধকার অথবা আলো। দূরে , দূর ছায়াপথে সেই কবে পরীদের নৃত্যসভার বিশেষ আমন্ত্রনের রং-হীন চিঠি হাতে সেই যে ঘুমিয়েছি , আরতো জাগিনি!
ডাকো আমাকে । ডাকো একবার..........এই জীবনের নীড়ে.............
(অসমাপ্ত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।