আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত ছড়া

আমি ভালো ছেলে হয়ে থাকতে চাই

কি লিখবো কি লিখবো ভাবতে ভাবতে একটা আইডিয়া চলে এল। আমার কয়েকটা ছড়া আছে,যেগুলো শুরু করেছিলাম,তবে শেষ করা হয়নি। এগুলো আমি মুক্ত করে দিলাম,চাইলে আপনারা বাকীটুকু লিখে দিতে পারেন। ১। পরীক্ষা আর পড়ার চাপে এক্কেবারে মরছি, তবুও বলে পাচ্ছি মজা বুয়েট কোচিং করছি।

২। এই ইদানিং উত্সাহটা খুজছি আমি সবখানে, স্ক্রুখানা টাইট দিচ্ছি আমি ঢুকিয়ে আমার নখ কানে! ৩। হেলে যায় দুলে যায় পুড়ে হয় খাক, তবুও তো রোজ ভোরে ডেকে যায় কাক। ৪। ব্রাজিল খেলে রাত বারোটায়-আমার বাসা ঠান্ডা, মায়ের হাতে ডান্ডা দেখেই,পুড়েছে আমার ঝান্ডা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।