অসীম চেতনায় যে চেতনা অবচেতন। ।
অনেক হেটেছি হয়ত জীবনের পথে আবার হয়ত বা না, জেনেছিলাম সেই কৈশোরে এই পথ অফুরন্ত নয়। তাই ভেবে চিন্তে পাড়ি দাও জীবন মন্জিলে। কিন্তু কি হয় বা হয়েছে,নানাবিধ পতিবন্ধকতা আর তার সঙ্গে অবধারিত স্নায়ু চাপে বেসামাল তরুন মন চিটকে পরে আপন কক্ষ পথ থেকে।
সঠিক পথ হয়ত দেখানো হয় কিন্তু চলার পাথেয় আর মনোবল থাকে একদমই অনুপস্থিত।
হেটে আসা এই পথে, অনেক যাত্রা বিরতি হয়েছে অনিচ্ছায় আবার ইচ্ছায় । বিশ্বাস, হতাশ হয়েছি কিন্তু ভাঙ্গেনি।
বুঝতে পারছিনা কি লিখবো , কিন্তু লিখতে যে ইচ্ছে করছে আজ প্রচন্ড। মাঝে মাঝে আমাকেই আমি বুঝতে পারি না, কি যে মন চায়,আর কি যে না চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।