পার্শ্ববতী দেশ ভারতসহ বিশ্বের অনেক দেশেই মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রকাশের নজির থাকলেও বাংলাদেশে নেই। তবে মাস-দুয়েক আগে মিডিয়ায় এ ব্যাপারে সরকারের কিছু উদ্যোগের কথা শোনা গেলেও এখন আর তা শোনা যাচ্ছে না। যাহোক বাংলাদেশের বাস্তবতায় যা শিখেছি তা হলো যাঁরা অবৈধভাবে সম্পদ অর্জন করে তাঁরা সেটা অবশ্যই লুকানোরও চেষ্টা করে আর গোপনে জনগণের পয়সা মেরে তাদের সম্পদের ভান্ডার এবং ভূড়ি স্ফীত করে। ফলে প্রতিটি সরকার পতনের পরই আমরা দেখতে পাই রথি-মহারথিগণ সম্পদ গোপন করার মামলায় ফাঁসছেন। তাই আমার প্রস্তাব হলো মন্ত্রী-এমপি হবার পর প্রত্যেকের ভূড়ির মাপ এবং রক্তের কোলেস্টোরেলের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং প্রতি বছর তা আটডেট করতে হবে। আর সবকিছু গোপন করা গেলেও এগুলো সহজে গোপন করা যাবেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।