আওয়ামী এমপি গোলাম মওলা রনি যাকে সংক্ষেপে গোমর বলেও ডাকা যায়, তিনি সম্প্রতী বিভিন্ন গোমর ফাঁস করার ব্যাপারে মরিয়া হয়ে উঠেছেন। অল্প সময়ের মধ্যে তিনি যোগাযোগ মন্ত্রি ও ধর্মপ্রতি মন্ত্রির মন্ত্রি হওয়ার গোমর ফাঁস করে দিয়েছেন। গতকাল তিনি নিজের সম্পর্কেও কিছু বলেছেন যা শুনে দেশের মানুষ হাঁ হয়ে গিয়েছে। আওয়ামীলীগের প্রতি আনুগত্যের প্রমান দিতে তিনি চ্যানেল আইয়ের 'তৃতীয় মাত্রা' অনুষ্ঠানে বলেছেন যে, তাঁর স্ত্রী তাঁর বাড়িতে আগত তাঁর শাশুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এই জন্য যে, তাঁর শশুর বি,এন,পি'র একজন বড় নেতা!
এখন দেখুন এঁরাই আমাদের নেতা, এমপি, মন্ত্রি! এঁদেরকে আমরা ভোট দিয়েছি দেশ পরিচালনা ও আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য! অতএব আমাদের ভবিষ্যৎ দুরবস্থা সহজেই অনুমেয়। ইতিমধ্যেই অবশ্য যথেষ্ট দুরবস্থার মধ্যেই আমরা রয়েছি।
শেয়ার বাজার, দ্রব্যমূল্য, দুর্নিতী, ট্রানজিট কোন বিষয়টি আপনাকে সুখ দিতে পারছে? কিছুকি আছে? আছে! এই গোমর মার্কা নেতাদের বক্তব্য। অন্ত্যত এঁদের বক্তব্য শ্রবণকরে আমরা বিমলানন্দ উপভোগ করতে পারি। আমাদের দেশেতো আর মি. বিন নাই, থ্রি-ষ্টুজেস নাই, এমনকি ভানু বন্দ্যোপাধ্যায়ও নাই। অতএব আমাদের নেতা নেতৃরাই আমাদের বিমলানন্দ দেয়ার শেষ ভরসা। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর কাছে অনুরোধ, এধরনের অনুষ্ঠান প্রচার করার পূর্বেই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সবাইকে অবহিত করবেন যাতে কেউ মিস না করে।
নেতাদের কাছে এটুকুইতো আমাদের পাওনা! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।