Bangladesh: Dream এটা ছয় মাস আগের কথা...
স্যার আসলে বলেছেন তা নয়।
সরাসরি অ্যাসাইনমেন্ট-ই দিয়েছেন।
মহা মুশকিলে পড়লাম।
কি লেখা যায়।
লিখলাম বটে।
শুধু ভূমিকাটা
এখানে
শেয়ার করলাম, সবার বুঝতে সহজ হবে ভেবে।
পৃথিবীর সব আয়োজনের গোড়ার বিষয়টা কিন্তু মানুষ। এ মানুষটি ঠিক কখন মানুষ হয়ে ওঠে তা নিয়ে বোদ্ধাদের মাঝেই বিস্তর বিতর্ক আছে। সাহিত্যিকরা লিখেন ‘আবার তোরা মানুষ হ’ কিংবা ‘রেখেছো বাঙ্গালী করে মানুষ করোনি’ সবাই যখন মানুষের সংজ্ঞায়নে ব্যস্ত শিক্ষা বিজ্ঞানীরা তখন বলছে মানুষের দেহমন ও আত্মার উন্নতি সাধন হলো শিক্ষা। কিংবা শিক্ষা হল মানুষের দেহমন ও আত্মার সুষম বিকাশের প্রয়োগ (মহাত্না গান্ধী)….মজার বিষয় হলো শিক্ষা বিজ্ঞানীরা মানুষের সংজ্ঞায়ন না করলেও, শিক্ষার সংজ্ঞায়নেই একই সঙ্গে মানুষের পরিচয় দিয়েছেন আর শিক্ষার তো বটেই।
অর্থাৎ যে ব্যক্তির দেহমন আর আত্মার উন্নতি সাধিত হবে সেইতো প্রকৃত মানুষ হবে। আর শিক্ষায় কাজটা সে মানুষ তৈরিই। এ মানুষ তৈরির কাজটি কিভাবে হবে তার ধরণ-ধারণ নির্নয়ে একেকজনে এককভাবে চিন্তা করেছেন। এ নানান চিন্তাই হলো ব্যক্তির দর্শন। যে মানুষকে যেভাবে দেখেছে তার পরিশুদ্ধির চিন্তা সেভাবেই এসেছে।
মানুষ তৈরির এ চিন্তার দর্শনই শিক্ষার দর্শন।
দার্শনিকের সংজ্ঞায় প্লেটো বলেছেন- যে ব্যক্তির সকল প্রকার জ্ঞানের প্রতি আসক্তি আছে এবং যার জ্ঞান পিপাসা কোনদিন পরিতৃপ্ত হয় না, তিনিই দার্শনিক। যে চিন্তা করে সে ভাবুক, দর্শনের দিক থেকে দার্শনিক। এ দার্র্শনিকদের বিচারে শিক্ষার আলোচনাই পরবর্তী প্রতিপাদ্য। আমরা ব্যক্তি সত্ত্বাটি শিক্ষা কতটা বুঝেছি, তা নিয়ে নিজের মাঝেই ঘোরতর সন্দেহ আছে।
এ সন্দেহ নিয়ে বড়জোর সন্দেহ মূলক দর্শন হতে পারে।
তবু আলোচনা করলে প্রথমে বাংলাদেশের শিক্ষাদর্শন আসবে। ১৯৭১ এর পর চারদশক পার করছে দেশটি, এখন পর্যন্ত বাংলাদেশের কি কোন শিক্ষাদর্শন তৈরি হয়েছে? উত্তরটা না। গড়ে প্রতি চার বছরে অন্তর অন্তর শিক্ষানীতি হয়েছে। সর্বশেষ ২০১০ এর শিক্ষানীতি হলো যা বাস্তবায়নের পথে।
বলার বিষয় হল বছর বছর কেবল শিক্ষানীতিই হয়েছে কিন্তু নির্দিষ্ট শিক্ষা দর্শন এখনও গড়ে উঠেনি। এমনকি এবারের শিক্ষানীতিও তার ব্যতিক্রম নয়। গদবাধা কিছু কথা বার্তা (মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, মানবিকতার বিকাশ, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা) ছাড়া নির্দিষ্ট দর্শনও নেই, নীতিও নেই শিক্ষানীতিতে। বাংলাদেশের শিক্ষাদর্শনের বাতাসই হয়তো আমাদের গায়ে লেগেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।