ভালো লাগে বই পরতে আর ব্লগ নিয়ে ঘাটাঘাটি করতে পাঁঠা
কিছু পাঁঠা যারা ছাত্রনেতা নামে পরিচিত;
আর রয়েছে কিছু ছাগল যারা নেতা নামে আছে
ছাগলেরা ছাগ্লামি করে নীরবে ;
পাঁঠারা মানুশের আঙ্গিনাই ঢুকে আর
গন্ধ ছড়াই চারপাশে। ।
পাঠাদের খুব সাহস বেড়েছে আজকাল
সেইসাথে বেড়েছে তাদের বিচির বাল।
খালি ঠুসা ঠুসি করে শুনা যাই খুব
তাদের ঠুসাই মেঙ্গো পিওপল চুপ। ।
ছাগলরা পাঠাদের কথা মেনে চলে;
পাঁঠারা তাদের পাছাই ডান্ডি লাগিয়ে ঠেলে,
উহু আহা চিৎকার আর ত্রাহিত্রাহি রব ,
তবু ছাগলেরা বলে না “এইবার যা স্টপ”। ।
পাঁঠারা ঘাস খাই না এখন; খাই গাজা
ওরা মারে কিছু মানুষকে,
আরও মারে রাজনীতিকে ,
মারে ওরা অনেক মনুষ্যত্বকে ,
মারে আবিদের মতো কিছু সম্ভাবনাকে। ।
পাঠাদের বলি আরও বেশি মের না যেন
তোমাদের বিচি পুছবে কোন জন।
কিছু রেখ বাঁচিয়ে যারা তোমাদের চামচামি করে
কিছু রেখ যারা পাঁঠার বিচি থাকে ধরে.........
*** আমরা ক্ষমা চাই তোমার কাছে আবিদ সব কিছু ভুলের জন্য। তুমি আছ যেখানে ভালো আছ অনেক অনেক । অইখানেত আর পাঁঠারা নাই তাই না । শুধু ভালো নাই তোমার মা । তোমার বন্ধুরা।
আর তুমি যাদের জন্য রক্ত সংরহ করে দিয়েছ তারা। আর ভালো নেই আমরা যারা অর্থহীন কিছু কবিতাতে নিজের অসহায়ত্ব লুকিয়ে রাখে। দোওয়া কর এই পাঠাদের জন্য যাতে আর একটু বিবেক তাদের হই। *** ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।