কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি। এই এলে তুমি জোয়ার হয়ে,
ভালোবাসা কর পূর্ন।
এই চলে যাও ভাটা হয়ে,
এই হৃদয় ভেঙ্গে চূর্ণ।
এই আসো কাছে এই যাও দূরে,
এই কি তোমার খেলা?
এই আমিতো চাই না তোমার,
এমনি অবহেলা।
এই জ্যোৎস্নায় তোমায় ভেবে,
রাত্রি করেছি পার,
এই আমারি তোমারি কাছে,
বারেবার হয় হার।
এই পরাণে পরাধীন তুমি,
প্রহসনে কাঁটে দিন।
আঁধার বিলাসে কান্নার দেশে,
স্মৃতিরা হয় বিলীন।
এই চোখে তুমি চোখ রেখে দেখো,
কতটা ক্লান্ত দৃষ্টি।
শ্রান্ত সময় এই বয়ে যায়,
লয়ে বেদনার বৃষ্টি।
এই ঝরনায় স্নান সারলাম,
যাতনার বোঝা লয়ে,
কিছুটা ভাগকি নিবে তুমি?
কিছুটা যাবে সয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।