১৩২০ মেগাওয়াটের প্লান্ট হবে সেটা খুব ভাল এবং জরুরী। কিন্তু........
১। সেজন্যে ১৫% ইনভেস্ট করে ৫০% শেয়ারের মালিকানা কিভাবে ইন্ডিয়া পায়?
২। জায়গা আমাদের। বলার অপেক্ষা রাখেনা বাংলাদেশে বিদ্যুৎ প্লান্টই হোক বা যে কোন ইন্ড্রাস্ট্রীই হোক, জায়গা পাওয়া যায়না , অথবা পাওয়া গেলেও সেটার জন্য বিশাল অংকের টাকার দরকার হয়, অথচ রামপালের জায়গাটা আমাদের কিন্তু সুফল ভোগ করবেন দাদারা!!!
৩।
ইন্ডিয়া যেহেতু এতই ভাল বন্ধু, তাহলে এই প্লান্ট টা ইন্ডিয়াতেই করা যেতো, ফাঁকতালে ১৫% ইনভেস্ট করে আমরা ৫০% মালিকানা এবং ৫০% বিদ্যুত ও পেয়ে যেতাম ( আহারে ভাবলেই মুখে লালা চলে আসে!!!), আফসুস দাদা বলে কথা সুতরাং কাপড় খুলে দে!
৪। সুন্দরবন আমাদের রক্ষা কবচ, সুতরাং যেখানে সুন্দরবনের সামান্য ঝুঁকি আছে, সেটাও পরিত্যাগ করা জরুরী ছিলো। এটা ঠিক হয়তো আগামী ১০-১৫ বছরে এর প্রভাবটা সেভাবে বুঝা যাবে না, কিন্তু তারপর??? একামাত্র আওয়ামী পরিবেশবিদ ছাড়া বাংলাদেশের সব পরিবেশ বিদই এটাকে সুন্দরবনের জন্য ঝুঁকিপূর্ণ বলছে , সুতরাং সবাই কি গান্জাখোর?
৫। ইন্ডিয়া এই হাসিনা সরকারের আমলে যা নিয়েছে ( ট্রানজিটের কথাটা ভাবুন) তা বিগত চল্লিশ বছরেও নিতে পারেনি, আর দিয়েছে কি? ফেলানীর লাশ........ যেকোন ইন্ডিয়ানকে জিজ্ঞেস করুন , তারা হাসিনা সরকারের উপর খুব প্লিজড, পাশাপাশি একটা স্বান্তনা বাণীও শুনে থাকবেন, ইন্ডিয়া আসলে বাংলাদেশকে তেমন কিছু দেয়নি, তবে ভবিষ্যতে নিশ্চয়ই দিবে!!!
বলতে পারেন এই প্লান্টে ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট ( পড়ুন অনলি ১৫%) আছে বলেই কি আমার এই বিরুধী ভূমিকা? জ্বি, জনাব আমি ইন্ডিয়া আছে বলেই এটাকে বাংলাদেশের জন্য আত্মঘাতী বলে মনে করছি, কেননা অতীত বলে ইন্ডিয়া কেবলি নিয়ে যায়, দিয়ে যায় বাঁশটাই।
ইন্ডিয়া নিজেদের স্বার্থের সামান্য পরিমানও ক্ষতি হতে দিবেনা, সেখানে বাংলাদেশের প্রতি ভালাবাসাকে গুলি মারেন, ক্ষতি যা হবার আমাদেরই হবে।
বর্তমান সরকারের গওহর রিজভী আর মশিউর রহমান নামক উপদেশ্টা কতটা বাংলাদেশের আর কতটা ইন্ডিয়ার সেটা তাদের কথাবার্তায় গত সাড়ে চার বছরে বেশ বুঝা গেছে।
ফাইনালি একটা কথা বলি, খালেদাকে এই রামপাল নিয়ে খুব একটা জোড়ালো বিরুধীতা করতে দেখছিনা কারনটা পরিষ্কার, যা করার হাসিনা করে যা, ফলটা ( পড়ুন কমিশনটা তারেকেরই) আমরাই ভোগ করবো। এই খালেদাই নিজামীর প্রসব ব্যাথা উঠলেও টানা ৭২ ঘন্টার হরতাল ডেকে বসে, অথচ রামপাল নিয়ে একটা মানববন্ধনও না!!!
এই লেখাটা শেষ করার পর ভাবতে লাগলাম, উন্নয়নের এই জোয়ারে (!) আমার এই বিরুধীতা কি মানানসই? আর আমার মতো চুনোপুটির বিরুধীতার মূল্যই বা কি? বরং রামছাগল হয়ে বেঁচে থাকাটাই বোধ হয় অনেক বেটার!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।