আমাদের কথা খুঁজে নিন

   

সঠিক বানান চর্চা করতে হবে

আমি একজন শিক্ষক। এ্কটা হাই স্কুলে চাকরি করি। এই সুবাদে প্রায়ই আমাকে বিভিন্ন ট্রেনিং করতে হয় । কয়েকদিন আগে এক ট্রেনিং থেকে বলা হল আমরা যেন ছাত্রদের পরীক্ষার খাতায় বানান ভুলের জন্য মার্ক না কাটি। আমরা বললাম বানান ভুল হলে মার্ক কাটবনা কেন? সেই প্রশিক্ষক বললেন এটা উপরের নির্দেশ।

বানান ভুলের জন্য যদি মার্ক না কাটি তবে ওরা সঠিক বানান শিখবে কিভাবে? আমরা যদি ভুল না ধরি তবে কে তাদের ভুল ধরে দেবে? আমার ভয় হয় যে আমদের ভবিষ্যৎ প্রজন্ম কি সঠিক বাংলা লিখতে পারবে। কারণ আমরা তো তাদের শেখাতে পারছি না। আমরা খাতা দেখি কিন্তু বানান ঠিক না ভুল তা দেখিনা। যেমন কেউ যদি সূর্য বানানে রেফ না দেয় আমি কাটতে পারবনা। এখন সেই ছাত্র জানতে পারল না সে ভুল করেছে।

একজন শিক্ষক হিসেবে আমি এটা কিভাবে সমর্থন করি। সঠিক বানানের উপর অবশ্যই জোর আরোপ করতে হবে। এমনিতে বর্তমানে আমাদের বানানের অবস্থা শোচনীয় । যত্রতত্র বানান ভুলের ছড়াছড়ি। তার ওপর যদি এ অবস্থা চলে তাহলে বাংলা সঠিকভাবে কতজন লিখতে পারবে বলা কঠিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.