পথের খোঁজে পথ চলা
আমি এক পথিক ৷পথের খোঁজে আমি পথ চলি ৷যে পথে আমার নিত্য আসা যাওয়া, সে পথের জন্যই কি আমার শুরু? আমার অগোচরে আমি কি এমন কোনো পথ ফেলে গেছি, যেখানে লুকিয়ে ছিল আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য, আমার অস্তিত্বকে সার্থক করার উৎস? যদি তাই হয়, তাহলে তো আমি জীবনের লক্ষ্য থেকে বহু দুরে চলে এসেছি ৷ আর ভুল পথে য্ত্দূর অগ্রসরতা, সঠিক পথে তো ততই পশ্চাৎপদ্তা ৷ তবে কি আমার জীব্ন ব্যর্থ? এখান থেকে মুক্তির কোনো উপায়ই কি নাই ? আমি সঠিক পথে যেতে চাই ৷ আমি আমার মুক্তি চাই ৷ আমার অস্তিত্ব কি ধংস হয়ে যাবার জন্য সৃস্টি হয়েছিল?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।