আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ আমার আত্মীয়

হামবা হামবা করতে দিনের শুরু হয়- আপনাকে কি দেব আমি, কবি ? আপনি তো দিয়েছেন আশ্রয় আপনার গানের অনেক কথাই আমি বুঝি না ঠিক করেছি আবেগ ধুয়ে মুছে ফেলে দিবো আর দুঃখ-কষ্টগুলোকে টোস্ট বিস্কুটের মত চায়ে ভিজিয়ে খেয়ে নিব । ফেসবুকে তা জানিয়ে দিবো সকল বন্ধুদের । কি আশ্চর্য চাঁদের আলোয় ভেসে যাচ্ছে আমার বিছানা কেলেংকারিতে না ফেসে যাই- সময় যে যাচ্ছে বড্ড খারাপ ! আজও কিছু রহস্যময়তা বাকি আছে ধরনীতে ! এক জীবনে কত কষ্ট পেয়েছেন কবি ? আপনার গল্পগুচ্ছতে আমি খুঁজে পাই এক টূকুরো আকাশ আর মধ্যরাতের সাথী আপনার গান, আমাকে শান্তি দেয় । কবি, আপনি এ যুগের মোবাইল দেখেননি- ল্যাপটপ দেখেননি । কবি আমি আপনার কাছে ক্ষমা চাইব না- কারণ যা লিখেছি ভালোবেসেই লিখেছি ।

( আমি আগেও বলেছি এখন আর একবার বলছি আমি কবিতা লিখতে জানি না । এলোমেলো কথা গুলিই লিখি, তাও আবার অগোছালো ভাবে । প্রতিমাসে একটা কবিতা না লিখলে ভালো লাগে না । কেমন যেন অস্থির অস্থির লাগে । সেই অস্থিরতা থেকে বাঁচার জন্য লিখলাম ।

বুঝতে পারছি, আমার সাহস খুব বেশী বেড়েছে । রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখছি !!! ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.