আমাদের কথা খুঁজে নিন

   

পপুলার ডায়াগনষ্টিক এর আল্ট্রাসোনোগ্রাম সহ অন্যান্য টেস্ট কতটা নির্ভরযোগ্য ?

অসম্ভবের উদ্দেশ্যে ধাবমান একজন মানুষ !!! পপুলার ডায়াগনষ্টিকের উত্তরা শাখায় গতকাল আমার ফুপু আল্ট্রাসোনোগ্রাম করান। ফুপুর আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দায়িত্বরত চিকিৎসক লিখেছেন "gallbladder is on normal size and shape".....অথচ আমার ফুপুর gallbladder আরো ১০ বছর আগেই সি এম এইচ-এ আপারেশন করে ফেলে দেয়া হয়েছে......এই-ই হচ্ছে আমাদের দেশের ডায়াগনষ্টিক সেন্টার এবং চিকিৎসাব্যবস্থার আসল অবস্থা !!! আল্ট্রাসোনোগ্রাম করার সময় ডাক্তার আবার মোবাইলে কথাও বলতেছিল....দোষ খালি ড্রাইভাররা মোবাইলে কথা বললে তাই না ??? এইসব ডাক্তার নার্সদেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.