আমাদের কথা খুঁজে নিন

   

ছ্যাক খাওয়া গানগুলো দেশে এত পপুলার কেন?

ওওওও ওওও ওও ও

বাংলাদেশের অনেক কিছুই আমি ঠিকমত বুঝি না। তার মাঝে একটা হল মানুষের মাঝে ছ্যাকা খাওয়া গানের পপুলার হবার বিষয়টা। যারা ছ্যাক খাইছে তাদের কথা তো বাদই দিলাম, যাদের খুব ভাল প্রেমের সম্পর্ক তাদের এমনকি পিচ্চি বাচ্চারাও ছ্যাকার গান নিয়ে পাগল। গতবছর দেশে গিয়ে কিছুদিন গ্রামে দাদুবাড়িতে ছিলাম। সবাই আসিফের গান নিয়ে মহা ব্যাস্ত।

বাচ্চা বুড়া সবার মুখে আসিফের গান। কাল ছোট ভাইকে ফোন দিয়েছিলাম। ও আমাকে বলল "ভাইয়া দারুন একটা গান বের হয়েছে তুমি শুনেছ? আমি তোমাকে ইউটিউব লিন্ক দিয়ে দিচ্ছি"। ওর দেওয়া লিন্কে গিয়ে শুনলাম একজন হেড়ে গলায় ৩/৪ ভাষায় গলা ফাটায়ে গাচ্ছে "চলে গেছো তাতে কি..."। একসময় দেশে হাবিবের "দিন গেল তোমার কথা ভাবিয়া" গানটা খুব পপুলার হয়েছিল।

চরম ডিপ্রেসিং লিরিক। মমতাজের "বন্ধু যখন বৌ লৈইয়া" গানটাও সুপার ছ্যাকা খাওয়া গান। ভাবখানা এমন যেন দেশে ডিপ্রেস হবার মত আর কিছু নাই তাই মানুষ যেচে পড়ে ছ্যাকার গান শুনে। বিদেশে থাকার বৌদলতে আমি বিভিন্ন দেশের মানুষে গানের রুচীর ব্যাপারে আইডিয়া পেয়েছি। তাদের মাঝে দেখেছি অনুপ্রেরণা দানকারী গানের ব্যাপক চাহিদা।

অবশ্য তাদের লাইফইস্টাই আমাদের থেকে সম্পূর্ন ভিন্ন তবুও ভালবাসার গান, ভালবেসে পাওয়া আনন্দের গান, দুঃখ ভূলে নতুন জীবন শুরু করা টাইপের গানগুলো বেশি পপুলার। ইংলিস গানের পপুলারিটি নির্ধারনকারী সাইট Billboard এগেলে দেখবেন সব টপ গানগুলো আনন্দের। একটাও ছ্যাকা খাওয়া না। ভারতীয় বংশদ্ভুত ব্রিটিস গায়ক Jay Sean রাতারাতি সারা পৃথিবীতে নিজেকে পরিচিত করে তুলেছে তার Down নামক গানটা দিয়ে। গানটায় গায়ক তার প্রিয় মানুষকে প্রশ্ন করে কেন তার মন খারাপ (Down) অতপর বুঝায় অনন্দিত হবার কত শত কারন তার আছে।

হাও সুইট যাহক আমার কথা হল আমাদের অভাগা দেশটাতে মানুষের মনে এমনিতেই শান্তি নাই, আনন্দিত হবার অবকাশ নাই তার উপর 'বিনোদন' এর মাঝেও যদি ছ্যাকা খাওয়া গানের প্রধান্য থাকে তাহলে পাবলিক যাবে কোথায়? ভাল ও আনন্দের গান চাই। নো হাংকি পাংকি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।