বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
শাওন আসলেই পপুলার হয়ে গেছে ।
তার ''স্বাগতম আমাদের ব্লগে । হাত খুলে লিখে যান ....'' মন্তব্য দিয়ে । যা হোক শাওন আমাদের মাঝে বিশেষ স্থান দখল করে নিয়েছে । বিশেষ করে তার ''হাত খুলে লিখে যাওয়ার ব্যাপারে'' । যা হোক এতে আমরা সবার কাছে সবাই বিশেষ ভাবে পরিচিত হয়ে গেছি , যা আমাদের ব্লগ পরিবারের জন্য এক বিশেষ টপিক হয়ে কাজ করবে ।
আমার কথা তো বল্লাম , এবার আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম । দেখি শাওনার বকা খাওয়া লাগে কিনা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।