আমাদের কথা খুঁজে নিন

   

“আন্দালিব রহমান পার্থঃ বেগম খালেদা জিয়া পরবর্তী জোটের সবচেয়ে যোগ্য প্রধানমন্ত্রী প্রার্থী” । “দ্যা মোস্ট পপুলার” তো কথা ভালই বলেন জানি না কাজ কেমন হবে।

একেবারে অল্প বয়স কিন্তু এরই মধ্যে অনেকেই বাংলাদেশের ভবিতসত প্রধানমন্ত্রী হিসেবে তাকে কল্পনা করতে শুরু করেছে তার ক্লিন ইমেজ, চতুর বক্তব্ব এবং বেশ রসিক ব্যাক্তিত্তের জন্য । প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমান হলেন আন্দালিব রহমানের স্ত্রী । তাই স্পিকার আবদুল হামিদ একদিন সংসদে সহাস্যে রস করে আন্দালিব রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, দুষ্টু লোকেরা বলে, আপনি দুই নেত্রীরই স্নেহভাজন। পিতা নাজিউর রহমান মঞ্জুর রাজনীতির সূত্র ধরেই রাজনীতিতে অভিষেক তার। লন্ডনের লিংকনস ইন থেকে ১৯৯৭ সালে সম্পন্ন করেন বার-অ্যাট-ল।

দেশে ফিরে চার বছর কাজ করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের সঙ্গে। মোটামটি এই তার ক্যারিয়ার বিশ্লেষণ । যেহেতু সভাবে আমি একটু সমালোচক তাই একটু না বললেই নয় নাজিউর রহমান সাহেব কিন্তু কইয়ের উপর মাছ রেখে খাওয়া মানুষ । কথিত আছে এরশাদের দুর্নীতির টাকা তার কাছে রেখে তিনি জেলে যান । আসার পর দেখেন তার টাকাতো দূরে থাক তার দল সহ এখন মঞ্জু সাহেব নিয়ে বসে আছেন ।

যাক জন্মসুত্রে বুঝাই যায় তিনি দুরভিবুদ্ধির অধিকারি । মুলত কাজে ও কথাবার্তায়ও সেই রকমই । সুতরাং নেতৃত্ব দেয়ার কাজ ভালই করবেন তা বলাই যায় । যাই হোক একসময়ের স্টার কাবাব থেকে শুরু করে ৩২ নাম্বার পর্যন্ত চরিয়ে খাওয়া আন্দালিব ছোট বেলা থেকেই বেশ ডানপিটে । এলাকায় এর জন্য কৈশোরকালে বেশ দুর্নামও কামিয়েছিলেন ।

তবে বড় বাবার ছেলে হিসেবে সেগুলুকে “কৈশোরচাঞ্চল্য” বলে চালিয়ে দিয়েছেন অনেকেই । যাক সেদিকে আলোচনা নিয়ে যাওয়া বোধয় ঠিক হবে না কেন না ছেলে এখন বেশ বড় রাজনৈতিক নেতা হয়ে গিয়েছেন সুতরাং সেদিকে আলোকপাত না করাই স্রেয় । অনেকের ধারনা তিনি দেলোয়ার হোসেন সাইদির চেয়েও চতুর বক্তা । ২০০১ এর নির্বাচনে সাইদির বানানো ক্যাসেট যেমন বহু ভোট এনে দিয়েছিল বিএনপিকে তেমনি আন্দালিবের ইউ টিউবের সংসদ বক্তব্যগুলিও বিএনপির জন্য কিছু ভোট বাড়াবে । যাই হোক কথাগুলি ভালই বলেন কিন্তু এখনো কাজ দেখার সৌভাগ্য হয়নি তবে যদি ক্ষমতায় যান তবে আগামিবার দেখব ।

তবে রাজনীতির অন্ধকার কক্ষে এখনো পা রাখতে হয়নি তাকে কেননা উত্তরাধিকারের রাজনীতিতে কাওকে ওই নোংরা পথ পারি দিতে হয় না । তবে আশা থাকবে যাতে কথার মত কাজও ভাল করেন তাহলেই হয়ত অব্যাহতভাবে মানুষের ভালবাসা পেয়ে যাবেন । তার প্রতি অবশ্যই শুভ কামনা থাকবে এবং কাজ বিচারে সমর্থনও থাকবে কেননা উত্তরাধিকারের রাজনীতিতে বাংলাদেশের স্মৃতি বেশী ভাল নয় সুতরাং চাইব সকল দুর্নীতির উরধে থেকে তিনি জননেতায় পরিণত হবেন যা পূর্ববর্তী বড় বড় পিতার সন্তানরা করতে ব্যারথ হয়েছেন ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.