আমাদের কথা খুঁজে নিন

   

রনির আবুলের মন্ত্রীত্ব পাওয়ার গল্প আমার কিছু কথা।

আমি পটুয়াখালির লোক না হলেও অনেক নেতাকে চিনি। রনি নমিনেশন পাওয়াতে অনেক অবাক হয়েছিলাম। ওর নাম কোনদিন শুনিনি। আরেকজন মুন্নী। এটা শিলা আর মুন্নী না নোয়াখালী ৩ এ নমিনেশন পেয়েছিলেন মুন্নি।

মুন্নি কে ক্যাম্পাসে এক রাস্তায় দেখলে অন্য রাস্তায় হাটতাম। কারণ অযথা কথা বলে সময় নষ্ট করত। তাও মুন্নি ছাত্রলীগ করত কিন্তু রনি। কেন রনি?১/১১ এর আমু পন্থি বিগ ফিসকে সাইজ করার জন্য রনিকে নমিনেশন দেয়। ইতিমধ্যে এলাকায় বিতর্কিত এবং আওয়ামীলীগ তার বিরুদ্বে দলের কাছে অনেক কম্পেলেইন করেছে।

গোলাম মাওলা রনির কথায় মনে হয়নি সে আওয়ামিলীগের ঘরের খবর একজন সামান্য ছাত্রনেতার মতও জানেন? কি কারনে আমি এই কথাগুলি বলছি ১, ১/১১ এর পরে আবুলকে শেখ হাসিনা নমিনেশন দিতে চায়নাই। টাকা দাখিলের আগে প্রধানমন্ত্রীর বর্তমান ব্যক্তিগত সচিব আব্দুস সোবাহান গোলাপ কে দিয়ে কালকিনি থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীকে ফোন করে নির্বাচন করার নির্দেশ দেন। তাহমিনা অপারগতা জানালে বাহউদ্দিন নাসিমকে শেখ হাসিনা প্রস্তুত থাকার জন্য বলেন। ইতিমধ্যে শেখ রেহানা দেশে আসলে পরিস্থিতি পালটে যায়। ( তথ্যসুত্র উল্লেখিত ৩ জনের সাথে আমার তখন কথা হয়েছে) ২, কিছুদিন আগে মাদারীপুরে এসে আবুল হাসানাত আব্দুল্লা বলেন আমি হাসিনাকে জিজ্ঞাস করলাম তুমি আবুলের মত লোককে কেন মন্ত্রী বানাইলা? শেখ হাসিনা আমাকে (হাসানাত) বলল সে আপনার ছোট বোনের কোটায় মন্ত্রী।

তাই রনির কথা বেইস লেস। এই গল্প ঘটে থাকলে আমরা নিশ্চিত রনির আগে জানতাম। ১/১১ এ আবুলের ভূমিকার কারেণে আমি বিস্মিত হয়েছিলাম আবুলের মন্ত্রীত্ব পেতে দেখে। যদিও আবুলের প্রধান চামচা আমাকে বলত ভাই মন্ত্রি হওয়ার ব্যাপারে কনফিডেন্স আছে। আবুলের মত লোক মন্ত্রীত্ব পাওয়ার কোন মানে হয় না।

এমন কি এই লোককে এম পি নমিনেশন দেয়াও দূঃখ জনক। আবুলকে মন্ত্রীত্ব বানানোর খেসারাত বাংলাদেশ দিয়েছে অচিরেই আওয়ামীলীগ ও দিবে। তবে আপনাদের নিশ্চিত করে বলতে পারি সে যদি টাকা ছড়াতে না পারে আগামী নির্বাচনে তাকে হারাবোই হারাব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।