সাংবাদিক পেটানোর পর এবার পত্রিকার ডিক্লারেশন নিলেন বিতর্কিত সংসদ সদস্য গোলাম মওলা রনি। তার নতুন পত্রিকার নাম ‘এইদেশ সেইসময়’। সোমবার ঢাকার ডিস্টিক্ট ম্যাজিস্ট্রেসি থেকে এ দৈনিকটির ডিক্লারেশন পেয়েছেন তিনি। তিনি নিজেই এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক। বর্তমানে একটি অনলাইন সংবাদ এজেন্সি সম্পাদনা করছেন রনি।
রাতে গোলাম মওলা রনি জানিয়েছেন, আমি তো এই পেশার মানুষ। এর বাইরে যেতে পারবো না। তাই পত্রিকার ডিক্লারেশনটা নিয়ে রাখলাম। ভালো বিনিয়োগকারী পেলে বড়ো আকারে প্রকাশের ইচ্ছা আছে। নিজের আর্থিক দৈন্যতার বিষয়টি তুলে ধরে বলেন, নগদ ২/৩ লাখ টাকার বেশি নেই।
যে ৭/৮ কোটি টাকার সম্পদ রয়েছে তার চেয়ে ব্যাংকের ঋণ অনেক বেশি। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানো ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় দেশব্যাপী সমালোচিত হচ্ছেন গোলাম মওলা রনি। বাকপটু এই সংসদ সদস্য এতোদিন টকশো’তে জাতির বিবেকের কাজ করেছেন। তাকে গ্রেফতারের জন্য সাংবাদিক মহল থেকে আল্টিমেটাম দেয়া হয়েছে।
সূত্র: Click This Link
http://takkizbd.com/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।