♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম
স্বাধীনতা আছে স্বাধীনতা নেই!
_______________________________
একটি পতাকার তলে আমার জয়গান; আমার স্লোগান
সেই পতাকাই আমার ঠিকানা আমার প্রাণ।
স্বাধীনতা আমি দেখেছি ফাগুনের আগুন ঝড়া দিনে;
দেখেছি তাকে কৃষকের ক্ষেতে সোনালী স্বপ্ন বুনে;
স্বাধীনতা আছে; আছে হাহাকার।
হাহাকার সেদিনও ছিলো; এখনও নেভেনি সে আগুন
এখনও পথে পড়ে আছে তাজা রক্তের লাশ।
এখনো উল্লাসে মাতে;
এখনও দেখি বিবস্ত্রা নারী; পথে চলে বিকিয়ে দিতে সম্ভ্রম;
দেয়ালে থাকে রাজাকার আর স্বৈারাচারের মেলা;
কেউ কেউ বলে স্বাধীনতা নেই;
-আছো তো;
এই দেখো;
স্বাধীনতা আছে ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন নারীদের দেহে;
স্বাধীনতা আছে নাইট ক্লাব আর ভাসমান পতিতালয়ে;
দালালের পকেটে অফুরন্ত স্বাধীনতা রয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে;
রক্তে এনেছি স্বাধীনতা;
রক্তে লিখেছি বাংলাদেশ;
রক্ত নিয়ে এখনও খেলছে ওরা;
আরো রক্ত প্রতিদিন চুষে চুষে খেয়ে নেবে;
চারপাশে সম্মানিত রক্ত চোষা রাজাকার;
অবশেষে স্বাধীনতা এলো
______________________________
রাতের কথা মনে হলেই ভাসে কান্না-আর হাহাকার
ঘুমন্ত নগরী জেগেছিলো সেদিন;
স্বাধীনতা ঘরে তুলে নিতে;
কচি হাতেও সেদিন উঠেছিলো ভারি অস্ত্র;
ছড়িয়ে দিতে বেঁচে থাকার একটু স্বপন;
মায়ের আঁচল ছেড়ে পথে নেমেছিলো
ওরা ক’জন।
স্বাধীনতা নিয়ে ফিরে যেতে পারেনি
ওদের একজন;
যাকে ভালোবেসে নন্দিতা বধূ সেজেছিলো;
মেহেদীর রঙ্গে মেখেছিলো দুই হাত।
সবুজের মাঠে রাঙ্গাতে সূর্য;
গেলে কতো প্রাণ।
রাজাকারের ভাষণে আজ যারা হাততালি দেয়,
তারাও নিজের সবটুকু তুলে দিয়েছিলো সেদিন।
এখনও দেবে বলে গর্জে উঠে
কিন্তু ঘোমরে উঠা চোখের পানি; আফসোস ছড়ায়;
স্বাধীনতা আসবে বলে
কতনা বাজি ফুটলো;কতনা স্বপ্নের অপমৃত্যু হলো
কতইনা কোল খালি হলো;
অবশেষে স্বাধীনতা এলো;
পতাকার নিচে; মাথা উচু করে দাড়াবার ঠায় হলো।
ওরাও স্বাধীনতা পেয়ে গেছে
______________________
আর কত নারীর সম্ভম বিকিয়ে
মুখোশ ধারীরা রাজত্ব করবে।
আর কটা লাশ পড়লে তবে
রক্ত চক্ষু শান্ত হবে।
হবে কি শান্ত; হয়তো হবে
হয়তো হবেনা।
ওরা ওস্বাধীনতা পেয়ে গেছে,
এখন কেটে-কুটে খাবে মানচিত্র।
ধর্ষিতার রক্তে দেয়াল রাঙ্গাবে,
ব্যাংক ভরবে কালো টাকার স্তুপে।
ওরাও স্বাধীনতা পেয়ে গেছে
পিপড়ের মতো মানুষ হত্যা করবে।
অবৈধ সন্তানকে রাস্তায় ছুড়ে ফেলবে,
ওরা মুখোশ আটা ভদ্রলোক
ওরাই রাজত্ব করবে।
বলতে পারো
আর কটা বাস পুড়লে;
আর কতবার হরতাল হলে;
আর কতবার বোমা বিষ্ফোরন হলে
অর্জিত স্বাধীনতা রক্ষা পাবে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
দেখলেই বুঝা যায় অতি সহজ আর অপরিপক্ক হাতের লেখা।
কবিতা গুলো যখন লিখেছিলাম ভাবিনি এতটা লুতুপুতু টাইপ কবিতা আমি লিখি তবে এখন ভাবতে পারছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।