facebook.com/almamun.sohag ক্লোজ-আপ ওয়ান খ্যাত অথবা বলা যায় ক্লোজ-আপ ওয়ানের ক্ষ্যাত তথাকথিত তারকা রাশেদের সম্প্রতি বের হওয়া এ্যালবামের কভারটি দেখুন। কভারের ছবিতে দেখা যাচ্ছে, গায়ক একটি মেয়ের ওড়না ধরে টানছে। যখন সারাদেশে ইভ-টিজিং/যৌন হয়রানি নিয়ে এতো কথা হচ্ছে, তথন প্রশ্ন জাগে, এ ধরণের ছবি কি যৌন হয়রানিকে উসকে দেয় না? কারো কারো কাছে তো এরাই আদর্শ। তারা কি এ ধরণের আচরণ অনুসরণ করতে পারে না, চেতন অথবা অবচেতন মনে? অথবা মনে করতে পারে না যে ওড়না ধরে টানাটানি করা প্রেমের অনুসঙ্গ? রাশেদের মতো গায়কদের কি সমাজের প্রতি কোন দায়বদ্ধতা নেই? জাতির বিবেকের কাছে এই প্রশ্ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।