আমাদের কথা খুঁজে নিন

   

রূপান্তর

অনুবীক্ষণ যন্ত্রও লাগেনা দেখতে ধাপে ধাপে দেখি খাপে খাপে মানুষের কত রকমের অবস্থান! তারপর গোপন কুঠরীতে থেকে যায় কত প্রজাতির কত রকমের প্রাণী, জানি - পুরু স্বচ্ছস্তর বলে কারো কিছু নেই সংবেদনশীল স্নায়ুতে যতটুকু আলো পড়ে তা থেকেই দেখে নিই অদূরত্বে কাউকে কাউকে, ঘনত্ব ও পুরুত্বের মাঝে সবাইকে দেখা যায়না। কাউকে দীর্ঘকাল থেকে দেখি কাউকে অল্পকাল যেন সন্ধিকাল! আবরণ ও খোলস খুলে দেখি কাউকে কাউকে কাউকে সেভাবে দেখা হয়না, এরমধ্যে দেখা পাই উচ্চতর মেরুদণ্ড কাউকে দেখি খণ্ড খণ্ড। ছোট বড় ভাঁজে কত কাজে মিশতে হয় মানুষের সাথে কারো সাথে গড়ে ওঠে বৈদ্যুতিক ঘনিষ্ঠতা কারো সাথে বিচ্ছিন্ন ভূভাগে জটিলতা। উৎসজাতে পরিবর্তিত হতে পারে কেউ কেউ কেউ কেউ অধঃবংশের মধ্যে থেকে যায় নিখুঁত স্তরের মধ্যে নদীরও কোনো ঢেউ নেই আর মানুষের! রূপান্তরের নামে কী রূপান্তর চাই? স্পষ্ট করে তুলি কোন্ তুলিতে নিজেকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।